সোমবার, ৪ মার্চ, ২০১৩

নয়াপল্টনে ককটেল৤

ঢাকা: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিএনপির দেশব্যাপী হরতালের দিন বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি কার্যালয় থেকে ফকিরাপুলের দিকে প্রায় ৬০ গজ দূরত্বে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের  পর পিকেটাররা গলিপথে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ৤ এর মিনিট পাঁচেক আগে হরতাল সফল করার জন্য জনগণকে ধন্যবাদ দেন রিজভী। তিনি বলেন, “জনগণ হরতাল সফল করেছে। যানবাহন চলেনি। দোকানপাট খোলেনি।
কিন্তু সরকার আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। সকালে পুলিশ আমাদের এক কর্মীকে ধরে নিয়ে গেছে। আমাদের হেনস্তা করেছে। এ সময় রিজভী জানান, যশোরের মনিরামপুরে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এদিকে সকাল ১১টার পরপর বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগের কর্মীরা অর্ধশতাধিক মোটরসাইকেলের মহড়া দিয়ে ফকিরাপুলের দিক দিয়ে এসে কাকরাইলের দিকে দ্রুত গতিতে চলে যায়।