ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশের পাশাপাশি রাষ্ট্রপতির শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী(মিডিয়া) মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে এতথ্য জানান। শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বাঙালি জাতির একটি সংগ্রামী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে জিল্লুর রহমান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। ১৯৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় প্রিয় স্ত্রী ও রাজনৈতিক সহকর্মী আইভি রহমানকে হারিয়ে শোকাহত হয়েছিলেন, কিন্তু দমে যাননি। এক-এগারো-পরবর্তী চরম দুঃসময়ে তিনি আওয়ামীলীগের হাল ধরেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাকে মুক্ত করে আনে। বাংলাদেশের মানুষ ফিরে পায় মুক্ত গণতন্ত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জিল্লুর রহমান চিরদিন বেঁচে থাকবেন। সাহসী, আপোসহীন ও দেশপ্রেমিক রাজনীতিক হিসেবে তিনি বঙ্গবন্ধুর রক্ত ও অবদানের প্রতি দেখিয়েছেন যথার্থ সম্মান।