বুধবার, ৬ মার্চ, ২০১৩

আব্দুল জলিল আর নেই

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল এমপি মারা গেছেন। বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন আবদুল জলিল। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার রাতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস অপারেশন করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মার্কেন্টাইল ব্যাংকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।