গণজাগরণ চত্বর থেকে: শনিবার সকাল ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক এবং অফিসে উড়লো জাতীয় পতাকা। শাহবাগ গণজাগরণ চত্বরেও জাতীয় সঙ্গীতের সঙ্গে উড়ল জাতীয় পতাকা। সঙ্গে স্লোগান ‘জয় বাংলা’। শাহবাগে ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ কর্মসূচীতে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, চাকরীজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর আগে ভোর বেলা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরন চত্বরের ২৬তম দিনের আন্দোলন। ভোর থেকেই বিরামহীন গণসঙ্গীত এবং স্লোগানে মুখরিত হয়ে আছে শাহবাগ গণজাগরণ চত্বর। একই সঙ্গে মুখরিত হয়ে ওঠে রাজধানীসহ সারাদেশের স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।