ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সারা দেশে সহিংসতায় নিহতের ঘটনাকে গণহত্যা বলে দাবি করলেন খালেদা জিয়া। তিনি শাহবাগের আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন।
একইসঙ্গে জামায়াত- শিবিরের আন্দোলনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বলে অ্যাখ্যায়িত করে তার সঙ্গে একাত্মতা পোষণ করেন। খালেদা জিয়া পুলিশকে অনুরোধ করেছেন, জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে নির্বিচারে নিরীহ মানুষকে হত্যা না করতে। তিনি সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার বলেও উল্লেখ করেন। প্রসঙ্গত, আগামী ৩ ও ৪ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।