ঢাকা: পদ্মা সেতু প্রকল্পের জাজিরা অংশের জন্য সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণে ঠিকাদার নিয়োগ দিয়েছে সরকার। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকা। কার্যাদেশ পেয়েছে যৌথভাবে আবদুল মোনেম লিমিটেড ও এইচসিএম। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় এর বাইরে আরো ৬টি ক্রয় প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান। জয়নাল আবেদিন বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে নেটওয়ার্ক ব্যবস্থার জন্য প্যাকেজ প্রস্তাব, যার ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার টাকা। কাজ পেয়েছে কোরিয়ার স্যামসাং এসডিএস কোম্পানি লিমিটেড।
এছাড়া বৃহৎ ঢাকা টেকসই নগরায়ন প্রকল্পের পরামর্শক ও বাস্তবায়ন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ২৭ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং ৮৭ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকা। তিনি জানান, বাংলাদেশ কেমিক্যাল শিল্প করপোরেশনের একটি প্রকল্পের কাজ পেয়েছে মের্সাস ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। এটিতে ব্যয় হবে ১৭ কোটি ৮০ লাখ ১১ হাজার টাকা। এছাড়া ৫০ হাজার মেট্রিক টন গম কেনার প্রস্তাব চূড়ান্ত করেছে কমিটি। এতে প্রতি টনের দাম ধরা হয়েছে ৩১৯ ডলার। এতে মোট ব্যয় ১৩০ কোটি ৭৯ লাখ টাকা। পাশাপাশি ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ উন্নয়ন প্রকল্পের র্পূত অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২৯২ কোটি টাকা। এদিকে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রি সভা কমিটির সভায় সরকারি বেসরকারি অংশীদারির ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রস্তাবেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়।