ঢাকা, ২৭ মার্চ : বাংলাদেশের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল
ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরতালে নাশকতা সৃষ্টিকারী দলের শীর্ষ
নেতাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। বুধবার সকালে সম্মিলিত
আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ ও
মিছিলে তিনি এ কথা জানান।
আইন প্রতিমন্ত্রী বলেন, হরতাল ডেকে যারা
সন্ত্রাসী কর্মকাণ্ড করে, গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে, বিদ্যুৎ কেন্দ্র
বন্ধ করে দয়ে, রেললাইন উপড়ে ফেলে জনগণের জানমালের ক্ষতি সাধন করে এর
দায়-দায়িত্ব হরতাল আহ্বানকারী দলগুলোকেই বহন করতে হবে। আর এজন্যই তাদের
বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে তাদের বিচার করা হবে। আমরা অনেক ছাড়
দিয়েছি, আর দেব না। যে সমস্ত সংগঠনের সভাপতি ও সেক্রেটারি হরতালের নামে
নৈরাজ্য উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি খালেদা
জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি সেনাবাহিনীকে উস্কে দিচ্ছেন। আপনার এই
উস্কানিতে জনগণ সাড়া দেবে না। গণবিচ্ছিন্ন হয়ে পড়বেন, ভোট পাবেন না।
বিরোধীদল হরতাল ডেকে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।