ঢাকা: রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে ২০০৯ সালে করা রিট রুল শুনানির জন্য হাই কোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এটি অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। সংবাদ মাধ্যমকে তিনি জানান, বৃহস্পতিবার রিটে (৬৩০/২০০৯) জারি করা রুল শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটে ২০০৯ সালের ২৭ জানুয়ারি রুল জারি করেন বিচারপতি খায়রুল হক (পরবর্তীতে প্রধান বিচারপতি) ও বিচারপতি আব্দুল হাই সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এতে বৈধ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়। দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা রিটটি করেন। তারা হচ্ছেন, মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মুন্সি আব্দুল লতিফ, মওলানা জিয়াউল হাসান, পীরজাদা মো. আরিফ বিল্লাহ, আল্লামা মুফতি মো. ইব্রাহীম খলিল ফারুকী, সুফি কাজী মো. জমির উদ্দিন, মওলানা মো. হাবীব উল্লাহ, মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী, মওলানা সৈয়দ মিরাজুল ইসলাম আজিজী, মওলানা ড. সৈয়দ আবু দাউদ মাসনাবী হায়দার, খাজা বাকি বিল্লাহ মিসকাত চৌধুরী প্রমুখ। রুল জারির পর বিচারপতি খায়রুল হক আপিল বিভাগে চলে যাওয়ায় রুল শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতির কাছে আবেদনের পর রুল শুনানির জন্য নতুন এ বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়।