মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩

সাংবাদিক নাঈমুল সস্ত্রীক বোমা হামলায় আহত

ঢাকা: সাংবাদিক নাঈমুল ইসলাম খানের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে তিনি ও তার স্ত্রী নাসিমা খান মন্টি আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রিপোটার লিকু সংবাদ মাধ্যমকে জানান, রাত ১১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা দিয়ে বাসায় ফেরার সময় তারা এ হামলার শিকার হন। নাঈমুল ও তার স্ত্রীকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ল্যাবএইড হাসপাতালের ওয়ার্ডে রয়েছেন। হামলায় তাদের গাড়িটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।