বুধবার, ২৭ মার্চ, ২০১৩

হাসিনা-খালেদাকে হাইকোর্টের রুল

ঢাকা, ২৭ মার্চ, ২০১৩: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সংসদের ভেতরে অথবা বাইরে কেন রাজনৈতিক সংলাপের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

বুধবার বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি জাফর আহমদের বিশেষ বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।
দুই নেত্রীকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে রুলটি জারি করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা ও ড. মো. ইউনুস আলী আকন্দ। সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।