শনিবার, ২ মার্চ, ২০১৩

রাজীব হত্যা: মূল পরিকল্পনায় শিবিরের নেতা

ঢাকা: ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা‍কাণ্ডের মূল পরিকল্পনা করেন ছাত্র শিবিরের এক বড় ভাই। শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। গত শুক্রবার রাতে রাজীব হত্যাকাণ্ডে জড়িত নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্রকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফয়সাল বিন নাইম (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)।
পুলিশের জিজ্ঞাসাবাদে সবাই রাজীব হত্যার কথা স্বীকার করেছেন। মনিরুল ইসলাম বলেন, “আটক ছাত্ররা জানিয়েছেন রাজীবকে হত্যা করা তাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে।” মূল পরিকল্পনাকারী শিবিরের সেই বড় ভাইকে গ্রেফতার করা হয়নি জানিয়ে মনিরুল ইসলাম জানান, তাকে গ্রেফতারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনিও নর্থ সাউথের ছাত্র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের ‍উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম (পশ্চিম), ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান, এডিসি মশিউর রহমান, অতিরিক্ত উপকমিশনার মানস কুমার পোদ্দার, সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে পাঁচ ছাত্র জানান, তারা রাজীবকে ফেসবুকের মাধ্যমে চিহ্নিত করেন। পরে তারা শাহবাগে তাকে খুঁজে বের করে এবং হরতালের মধ্যে রাজীবের বাড়িতে গিয়ে ক্রিকেট খেলার সময় দেখে আসেন। অনিক, ফয়সাল বিন নাঈম ধারালো ছুরি দিয়ে রাজীবকে কুপিয়ে হত্যা করে। বাকিরা এলাকাটি চারদিক দিয়ে ঘেরাও করে রাখে।