ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান এ খবর জানান। তিনি বলেন, “রাষ্ট্রপতির মৃত্যুর কারণে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করা হলো। পরে পরিবর্তিত তারিখ জানানো হবে।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।