শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

আশুলিয়ার জামগড়ায় গণজাগরণ সমাবেশ শুরু

আশুলিয়া গণজাগরণ মঞ্চ থেকে: শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে গণজাগরণ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের প্রথমেই কোরান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। এর পর বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা করা হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সঙ্গীত শেষে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার শিল্পাঞ্চল আশুলিয়া তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানালে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এর পরই স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখতে শুরু করেন। গণজাগরণ মঞ্চ এলাকা এখন শ্রমিক ও শিক্ষার্থীদের পদভারে চঞ্চল। এছাড়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীর দলে দলে ব্যানার-ফ্যাস্টুন নিয়ে গণজাগরণ মঞ্চে হাজির হচ্ছেন। এদিকে, গণজাগরণ মঞ্চে গণজাগরণ মঞ্চের পক্ষে ডা. ইমরান এইচ সরকার, স্লোগান কন্যা লাকী আক্তার, ছাত্রইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতার উপস্থিত রয়েছেন। এছাড়া আরও উপস্থিত আছেন- স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি তুহিনসহ অন্যান্যা রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যের ফাঁকে ফাঁকে তুমুল স্লোগানে উত্তাল গণজাগরণ সমাবেশ।  অপরদিকে, গণজাগরণ মঞ্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় চলাচলরত ও সমাবেশস্থলে আসা লোকজনের ব্যাগ চেক করছেন। এছাড়াও প্রত্যেকটি উঁচ ভবনের ছাদ থেকে বাইনোকুলার লাগিয়ে র‌্যাব সদস্যরা নজরদারি করছে। মঞ্চের নিরাপত্তা রক্ষায় র‌্যাব-১ এর সদস্যরা সমাবেশস্থলের চারপাশ ঘিরে রেখেছে। এবাদে পুরো সমাবেশকে নিরাপদ রাখতে ১ হাজার পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে।