প্রজন্ম চত্বর থেকে : শাহবাগের প্রজন্ম চত্বরে শুক্রবার সমাবেশ ডেকেছেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। তারা বলছেন, চলমান আন্দোলনের অংশ হিসেবেই তারা এ সমাবেশ করবেন। এছাড়া শনিবার সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান ইমরান ।
এ ছাড়া শনিবারের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “আগামী শনিবার দেশের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, বাস, ট্রাক, লঞ্চ, নৌকা, মোটর সাইকেলসহ সব যানবাহনে আপনারা জাতীয় পতাকা উত্তোলন করবেন।” একই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করারও আহ্বান জানান ইমরান। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা এখন প্রজন্ম চত্বর নামে পরিচিত। কাদের মোল্লার সাজা বাড়াতে আপিল এবং যুদ্ধাপরাধী দলের বিচারের সুযোগ সৃষ্টি করে আইন সংশোধনের পর শাহবাগে টানা অবস্থানে ইতি টেনেছিল গণজাগরণ মঞ্চ। তবে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি ও প্রতিবাদী গান চলছিল। সাঈদীর রায়ের আগের দিন মতিঝিলে সমাবেশের পর বৃহস্পতিবার সকালে হরতাল বিরোধী মিছিল করে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।