ঢাকা : নয়াপল্টনে বিএনপি কর্যালয়ের সামনে থেকে দুই ফটোগ্রাফারকে আটক করেছে পুলিশ। ক্যামেরা নিয়ে ঘোরাঘুরির সময় পুলিশের সন্দেহ হলে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো মিডিয়ার পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয় মঙ্গলবার বেলা ১১টার এদিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- রাহুল তালুকদার ও সালমান সাদ। তারা শিক্ষানবিশ ফটোগ্রাফার হিসেবে নিজেকে দাবি করছে। তারা পাঠশালা নামের একটি ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ সময় পুলিশ তাদের কাছে প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখতে চাইলে তারা সেটি দেখাতেও ব্যর্থ হন। পরে পুলিশ তাদের পল্টন থানায় নিয়ে যায়।