রবিবার, ৩ মার্চ, ২০১৩

প্রণবের সঙ্গে সাক্ষাৎ করবেন না খালেদা

ঢাকা: গাড়ি নিয়ে বের হলে হরতাল ভাঙা হবে। তাই বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন না বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিন দিনের সফরে রোববার দুপুরে বাংলাদেশে এসেছেন ভারতের রাষ্ট্রপতি। সোমবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে তার সঙ্গে খালেদা জিয়ার দেখা করার কথা ছিলো। এজন্য বরাদ্দ ছিলো ৩০ মিনিট সময়।কিন্তু এর ঠিক আগের দিন রোববার দুপুরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন না খালেদা জিয়া। দলীয় সূত্র জানায়, ১৮ দলীয় জোটে বিএনপির প্রধান শরিক জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার।
তাই প্রণবের সঙ্গে দেখা করতে হলে গুলশানের বাসা থেকে গাড়িতে করে হোটেল সোনারগাঁওয়ে যেতে হবে তাকে। আর তাহলে ভাঙতে হবে হরতালের নিয়ম। তাই খালেদা জিয়া তার দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে খুশি রাখতেই প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও প্রণব-খালেদা সাক্ষাৎ বাতিলের সত্যতা স্বীকার করেছেন। তবে এর কারণ ব্যাখ্যা করেন নি তিনি।