শনিবার, ২৩ মার্চ, ২০১৩

জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠিত

ঢাকা : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ-মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কুলখানি। শনিবার বাদ আছর ইসলামিক ফাউন্ডেশন এই কুলখানির আয়োজন করে। বিকেল পৌনে ৬টায় মোনাজাতের মধ্য দিয়ে কুলখানি শেষ হয়। কুলখানি উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকরাও এতে অংশ নেন। উল্লেখযোগ্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন। মোনাজাতে বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে বলেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ঋণ কোনদিন শোধ করা যাবে না। ওনার মতো আদর্শ নেতা ও মানুষ পাওয়া মুশকিল। আল্লাহ আমাদের অভিভাবক হারা করেছেন। গত ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। শুক্রবার তার বনানী কবরস্থানে স্ত্রীর কবরে তাকে সমাহিত করা হয়। এর আগে রাষ্ট্রপতির মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে সরকার। এছাড়া বৃহস্পতিবার ঘোষণা করা হয় ছুটি।