শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

না.গঞ্জে চলছে নজিরবিহীন হরতাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শনিবার সকাল থেকে নজিরবিহীন হরতাল চলছে। সকালেই আটকে দেওয়া হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেন। শহরে চলতে দেওয়া হচ্ছে না রিকশাও। কেবল অ্যাম্বুলেন্স ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন ও পরিবহন। নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা  রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যার ঘটনায় শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। জেলা বিএনপি, বাসদ, সিপিবি ও গণসংহতি আন্দোলন এ হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।
হরতালে ভোর ৬টা থেকেই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে কালো পতাকা টাঙানো হয়েছে। সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন সকাল থেকেই হরতাল সমর্থনে মিছিল করছে। তারা খণ্ড খণ্ডভাবে শহরের চাষাঢ়া, ২নং রেল গেট এলাকায় অবস্থান নিয়েছে। শহরে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানই চলতে দেওয়া হচ্ছে না। বন্ধ করে দেওয়া হচ্ছে মটরসাইকেল ও বাই সাইকেল চলাচলও। শহরের বিভিন্ন সড়কে সকাল থেকেই টায়ারে আগুন দেওয়া হচ্ছে। রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও তারা হরতাল সমর্থনকারীদের কোনো বাধা দিচ্ছে না। সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেন সকাল পৌনে ৭টায় চাষাঢ়া রেল স্টেশন এলাকাতে আসলে আটকে দেওয়া হয়। তখন হরতাল সমর্থনকারীরা রেল লাইনের উপরে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিপুল সংখ্যক পুলিশ প্রহরায় সকাল সাড়ে ৭টায় ট্রেনটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৬টায় শহরের ২নং রেল গেট এলাকায় কয়েকটি বাস ও যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশ এলাকাতেই শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আর ট্রেন চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রসঙ্গত, ঢাকার শাহবাগ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীকে (১৭) হত্যা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার বিকেল থেকেই নিখোঁজ ছিল মেধাবী শিক্ষার্থী ত্বকি।