ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। ঝড়ে তিন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আহতদের চিকিৎসা দিতে কুমিল্লা সেনানিবাস থেকে ৫৪ সদস্যের একটি চিকিৎসক দল ব্রাক্ষণবাড়িয়ায় গেছেন।