গাজীপুর: বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার এজাহার দাখিল করা হয়েছে গাজীপুরের জয়দেবপুর থানায়। তবে পুলিশ এজাহারকারীকে আদালত থেকে মামলাটি গ্রহণের আদেশ আনার পরামর্শ দিয়েছে।
বুধবার সকাল সোয়া দশটায় গণজাগরণ মঞ্চ, গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী এ মামলার এজাহার দাখিল করেন। পুলিশের মামলা না গ্রহণের বিষয়ে গাজীপুর বারের আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ বিষযটি বুঝতে পারেনি। তারা এজাহার গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাইতে পারতো। তবে পুলিশ মামলা গ্রহণ না করায় বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর আদালতে মামলাটি দাখিল করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে প্রকাশ্য জনসভায় বাংলাদেশ, বাংলাদেশের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞাসূচক, বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে অরাজক পরিস্থিতি সৃষ্টি চেষ্টার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার এজাহার দাখিল করা হয়। কিন্তু জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাদীকে মামলাটি আদালতে দাখিল করে মামলা গ্রহণের আদেশ আনার পরামর্শ দেন। মামলার বিবরণে বলা হয়, আসামি খালেদা জিয়া গত ১৪ ও ১৫ মার্চ আনুমানিক বিকাল পাঁচটার দিকে যথাক্রমে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও মানিকগঞ্জ জেলার সিংগাইরে জনসভায় বক্তব্য দেন। বক্তব্যে তিনি বাংলাদেশ, বাংলাদেশের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞাসূচক, বিদ্বেষপূর্ণ, উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় লিপ্ত হন। যা আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা।