বুধবার, ২০ মার্চ, ২০১৩

পুলিশকে জামায়াতের আলটিমেটাম, রোববার ফের হরতাল সিলেটে

সিলেট: বিশ্বনাথে জামায়াত কর্মী নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে জামায়াত। এ সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে রোববার আবারো সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল করবে তারা।
  বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর জামায়াতের এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে, নিহত জামায়াত কর্মী গোলাম রব্বানীর লাশ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে। আর দুই জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে কড়া পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে ডাকা হরতালের সমর্থনে বুধবার সকাল ৮টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার কলেজ রোডে জামায়াত একটি মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন জামায়াত কর্মী গোলাম রব্বানী।   সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম বলেন, “প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তা করা না হলে রোববারও সিলেট বিভাগে হরতাল পালন করা হবে।” সকাল ৮টায় বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে রাব্বানী নিহত হওয়া ছাড়াও আরো অন্তত ২০ জন আহত হন। এছাড়া, সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে পুলিশের সঙ্গে  জামায়াত কর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়ায় আহত হন আরো ৫ জন। এদিকে রাব্বানী নিহতের পর পুলিশের ওপর আরো চড়াও হয় জামায়াত। তারা শাহী ঈদগাহে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমেদের ওপর হামলা চালায়। তিনি দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন। দুপুর পর্যন্ত বিশ্বনাথ উপজেল সদর থেকে ৩ জন ও নগরী থেকে আরো ৪ জনকে পিকেটার সন্দেহে আটক করেছে পুলিশ।