ঢাকা: গত বছরের ৯ ডিসেম্বর অবরোধের দিন পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে বিশ্বজিৎ দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে মঙ্গলবার বেলা ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ২১ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে ৭ জন বর্তমানে কারাগারে আটক ও ১৪ জন পলাতক রয়েছেন। ৬০ জনকে এ মামলার সাক্ষী করা হয়েছে। মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও রকিব উদ্দিন। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ২ মাস ২৪ দিন পর আদালতে এ চার্জশিট দেওয়া হলো। গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন টেইলারিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। ওই দিন রাত্রেই অজ্ঞাতনামা ২৫ জন আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন থানার এসআই জালাল আহমেদ। বিশ্বজিতের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর মশুরা গ্রামে।