বুধবার, ২৭ মার্চ, ২০১৩

মিরপুর-এয়ারপোর্ট উড়াল সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত

ঢাকা, ২৭ মার্চ :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভারের উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার রাজধানীর পূর্ব ও পশ্চিমের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহত্তর মিরপুরবাসী ফ্লাইওভার ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এয়ারপোর্ট সড়কে পৌঁছাতে সক্ষম হবেন। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ১১ কিলোমিটার সড়কের পরিবর্তে মাত্র তিন কিলোমিটার সড়ক ব্যবহার করতে হবে। এছাড়াও ফ্লাইওভারের নিচে নির্মিত সার্ভিস রোড ব্যবহার করে মিরপুর-এয়ারপোর্ট রোডের উভয় পাশে অতি সহজে যোগাযোগ করা সম্ভব হবে। এতে রাস্তার ধারণ ক্ষমতাও বাড়বে। ঢাকা মহানগরীর বৃহত্তর মিরপুরবাসীর অসহনীয় যানজট নিরসন এবং স্বল্প সময়ে এয়ারপোর্ট পৌঁছানোর লক্ষ্যে সরকার যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ২০১০ সালের মার্চে মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ২০১১ সালের ২৫ জানুয়ারি প্রকল্পের কাজ শুরু হয়। সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের নিষ্ঠা ও কর্মদক্ষতায় নির্ধারিত সময়ের তিন মাস আগেই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ফ্লাইওভারের দৈর্ঘ্য এক হাজার ৭৯৩ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৫২ মিটার। লেন সংখ্যা চারটি। এর নির্মাণ প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লি.। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পের কাজটি সম্পন্ন করেছে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের অধীনস্থ ১৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়ান। উল্লেখ্য, ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯৯ কোটি ৮৮ লাখ টাকা।

হরতালে নাশকতা সৃষ্টিকারী দলের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা : কামরুল

ঢাকা, ২৭ মার্চ : বাংলাদেশের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরতালে নাশকতা সৃষ্টিকারী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। বুধবার সকালে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ কথা জানান।

হাসিনা-খালেদাকে হাইকোর্টের রুল

ঢাকা, ২৭ মার্চ, ২০১৩: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সংসদের ভেতরে অথবা বাইরে কেন রাজনৈতিক সংলাপের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

৩৬ ঘণ্টার হরতাল: মাঠে নেমেছে বিজিবি

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা বুধ ও বৃহস্পতিবারের টানা ৩৬ ঘণ্টার হরতালে নাশকতা রোধে পুলিশের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বিজিবি। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য ৪০ প্লাটুনের একটি বিজিবি দল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাজধানী ঢাকার রাজপথে রয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে। পাশাপাশি বেড়েছে পুলিশের টহল। আর আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য ৪০ প্লাটুনের একটি বিজিবি দল মাঠে রয়েছে সন্ধ্যা থেকে। বিজিবির সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, স্থাপনা, কূটনৈতিক এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্র  জানিয়েছে, সন্ধ্যা থেকে নেমে সারারাত অবস্থান করে বুধবার সকালে ব্যারাকে ফিরবেন তারা।

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

হংকংয়ে নারী শ্রমিক পাঠানোর নিবন্ধন শুরু ৭ এপ্রিল

ঢাকা: সরকারিভাবে দেশব্যাপী হংকংয়ে নারী শ্রমিক পাঠানোর নিবন্ধন ৭ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। রোববার বিকেল ৩টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্রিফিং সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, “বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের নারী শ্রমিকদের চাহিদা বেড়েছে। হংকংসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইতোমধ্যে নারী শ্রমিকের জন্য আমাদের কাছে চাহিদাপত্র পাঠিয়েছে।”

আপনাদের ঋণ শোধ হবার নয়: বিদেশি বন্ধুদের প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘদিনের ফসল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাসহ এমন কোনো অপরাধ নেই যা করা হয়নি। ঐ সময়ের অত্যাচার বিদেশি বন্ধুদের বিচলিত করেছিল। আপনারা নিজ নিজ দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। মুক্তিযুদ্ধে পেয়েছিলাম আপনাদের অকুণ্ঠ সমর্থন। আপনাদের এ ঋণ শোধ হবার নয়। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

যেখানেই পালান খুঁজে এনে বিচার: হাসিনাকে খালেদা

বগুড়া : দেশের প্রতিটি খুনের খতিয়ান বিএনপির কাছে রাখা আছে বলে মন্তব্য করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “পালিয়ে যাবেন? কোথায় যাবেন? পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন খুঁজে এনে বিচার করা হবে।”রোববার জয়পুরহাটের পাঁচবিবির শালাইপুর স্কুলমাঠে নির্মিত শোক-সমাবেশমঞ্চে দেওয়া  বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন সোমবার

ঢাকা: সোমবার টর্নেডো ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় তিনি সেখানে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান। সেখানে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবেন।

শনিবার, ২৩ মার্চ, ২০১৩

‘আমরা চাই সরকার ও বিরোধী দল- উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হোক’: আলোচনায় গনজাগরণ মঞ্চের ১০ জন সংগঠক

ঢাকা : শনিবার অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত নিষিদ্ধের আন্দোলনের সংগঠক এবং এ নিয়ে অনলাইনে লেখালেখিতে সক্রিয়রা বিরোধী দলকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। “আমরা চাই সরকার ও বিরোধী দল- উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হোক,” বলেন আন্দোলনের অন্যতম সংগঠক মারুফ রসুল।

রাষ্ট্রপতি নিয়ে প্রস্তাব পেলে আলোচনায় যাবে বিএনপি

ঢাকা : সরকারের পক্ষ থেকে প্রস্তাব পেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনায় বসতে রাজি থাকার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকার যদি উপলব্ধি করে যে তারা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান, তাদের দলের প্রার্থী করতে চান না সেক্ষেত্রে বিরোধীদলের কাছে প্রস্তাব দিলে আমরা অবশ্যই এ ব্যাপারে আলোচনা করতে এবং সহযোগিতা করতে সম্মত আছি।

জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠিত

ঢাকা : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ-মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কুলখানি। শনিবার বাদ আছর ইসলামিক ফাউন্ডেশন এই কুলখানির আয়োজন করে। বিকেল পৌনে ৬টায় মোনাজাতের মধ্য দিয়ে কুলখানি শেষ হয়। কুলখানি উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু ২৭ মার্চ

ঢাকা: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। আগামী সোমবার থেকেই মালয়েশিয়া সরকার ক্রমান্বয়ে কর্মীদের ভিসার নামের তালিকা (ভিসা উইথ রেফারেন্স-ভিডব্লিআর) পাঠাবে। এর মধ্য দিয়েই সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শেষ ধাপ শুরু হবে। নির্বাচিত কর্মীরা এ মাসের শেষে মালয়েশিয়া পৌঁছবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। এদিকে মালয়েশিয়ায় যাওয়ার খরচ বাড়তে পারে বলে বিভিন্ন সময় কথা উঠলেও সে খরচ বাড়ছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

টর্নেডো পরর্বতি সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। ঝড়ে তিন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। আহতদের চিকিৎসা দিতে কুমিল্লা সেনানিবাস থেকে ৫৪ সদস্যের একটি চিকিৎসক দল ব্রাক্ষণবাড়িয়ায় গেছেন।

অন্তিম শয়ানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান

ঢাকা : প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে পূর্নাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হলো শুক্রবার। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও জীবনসঙ্গিনী আইভী রহমানের কবরেই দাফন করা হয় তাকে। দীর্ঘ আট বছর এ কবরেই শায়িত ছিলেন আইভি রহমান।

রাষ্ট্রপতির জন্য হাজারো মানুষের প্রার্থনা

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের জানাজায় অংশ নেওয়া হাজার হাজার মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শুরু হয় শুক্রবার ১০টা ৮ মিনিটে, শেষ হয় ১০টা ১২ মিনিটে। মোনাজাত শেষে প্রিয় মানুষটির জন্য দোয়া ও মোনাজাত করেন সবাই। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মূসা। জানাজার নামাজ পড়ান ভৈরব জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ জামান।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

১৭তম অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন!

ঢাকা: আগামী এপ্রিল মাসে বসতে পারে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। আর এই অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে একাধিক সূত্র থেকে আভাস পাওয়া গেছে। গত ৬ মার্চ সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়। সংবিধানের বিধান অনুযায়ী, আগামী ৫ মে’র মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ সংসদ অধিবেশন আহ্বান করা হবে।

শেষ শ্রদ্ধা জানাতে বঙ্গভবনে উপচে পরা ভিড় : শ্রদ্ধা জানানো শেষে সিএমএইচে রাষ্ট্রপতির মরদেহ

ঢাকা: দুপুর ১টা ০৩ মিনিটে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে আসা হয় বঙ্গভবনে। জাতীয় পতাকায় মোড়ানো কফিন আসে পুষ্পসজ্জিত গাড়িতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকাবহ ভাবগম্ভীর পরিবেশে রাষ্ট্রপতির মরদেহ গ্রহণ করেন তারা। বঙ্গভবন মাঠে স্থাপিত মঞ্চে রাষ্ট্রপতির প্রতি তারা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানান।

বুধবার, ২০ মার্চ, ২০১৩

রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার সাধারণ ছুটি

ঢাকা: রাষ্ট্রপতির মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রাষ্ট্রপতির মরদেহ আসছে দুপুরে, শুক্রবার বনানীতে দাফন

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ আসছে বৃহস্পতিবার দুপুর ১২টায়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। দুপুরে মরদেহ এলে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শোকর‌্যালী সহকারে মরদেহ নেওয়া হবে বঙ্গভবনে। শোকর‌্যালী বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার-ফার্মগেইট হয়ে হোটেল রূপসী বাংলা মোড় ঘুরে মৎস্যভবন, আব্দুল গনি রোড ধরে বঙ্গভবনে যাবে।

রাষ্ট্রপতির মৃত্যুতে হরতাল প্রত্যাহার বিএনপির

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান এ খবর জানান। তিনি বলেন, “রাষ্ট্রপতির মৃত্যুর কারণে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করা হলো। পরে পরিবর্তিত তারিখ জানানো হবে।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

ঢাকা: মৃত্যুজনিত কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন আয়োজনের বিধান রয়েছে বাংলাদেশের সংবিধানে।   তাই বুধবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট দায়িত্ব পালন করবেন। যদিও সরকারের সিদ্ধান্তে গত ১৪ মার্চ থেকেই রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করে আসছেন স্পিকার। কিন্তু সংবিধানের বিধান অনুযায়ী, আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

একটি সংগ্রামী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো: প্রধানমন্ত্রী

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশের পাশাপাশি রাষ্ট্রপতির শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী(মিডিয়া) মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে এতথ্য জানান। শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বাঙালি জাতির একটি সংগ্রামী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

বাংলাদেশ এক সুবিবেচক রাজনীতিককে হারালো: খালেদা

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শোক জানিয়েছেন। বুধবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, “বিদেশে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের মৃত্যুর খবর সংবাদমাধ্যম মারফত জানতে পেরে আমি গভীরভাবে শোকাভিভূত।” খালেদ জিয়া বলেন, “আমি আমার নিজের ও বিএনপির পক্ষ থেকে মরহুমের শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক

ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ অ্যাডভোকেট। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন,“তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো।”

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন

ঢাকা: আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৭ মিনিটে মারা যান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার নিজেরসহ রাজনৈতিক অঙ্গনের এই অভিভাবক ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির মৃত্যুর খবর শোনার পর শোকে কাতর হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। একথা জানান তার প্রেসসচিব আবুল কালাম আজাদ। এর আগে গত ১১ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ৯ মার্চ শ্বাসকষ্ট জনিত জটিলতার কারনে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে হন তিনি।

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা গ্রহণের আদেশ আনার পরামর্শ

গাজীপুর: বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার এজাহার দাখিল করা হয়েছে গাজীপুরের জয়দেবপুর থানায়। তবে পুলিশ এজাহারকারীকে আদালত থেকে মামলাটি গ্রহণের আদেশ আনার পরামর্শ দিয়েছে।

পুলিশকে জামায়াতের আলটিমেটাম, রোববার ফের হরতাল সিলেটে

সিলেট: বিশ্বনাথে জামায়াত কর্মী নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে জামায়াত। এ সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে রোববার আবারো সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল করবে তারা।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাঈদীর জামিনের আবেদন!

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী জামিনের আবেদন জানিয়েছেন। ২০১০ সালে পিরোজপুরের সদর ও জিয়ানগর থানায় দায়েরকৃত দু’টি যুদ্ধাপরাধের মামলায় তিনি জামিনের আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। বুধবার সাঈদীর পক্ষে আবেদনটি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। বৃহস্পতিবার আবেদনটির শুনানি ও আদেশ দানের দিন ধার্য করেছেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চায় বিএনপি

ঢাকা: সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা রেখে আরপিও সংশোধন কর‍ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির একটি প্রতিনিধি দল  বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে দেওয়া চিঠিতে এই প্রস্তাব দেয়। যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব প্রতিনিধি দলটি বুধবার দুপুরে চিঠিটি নিয়ে সচিবালয়ে যায়।

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

হরতালের আগুনে বিক্রয়কর্মী মারাত্মক দগ্ধ

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় হরতাল সমর্থকরা পেট্রোলভর্তি বোতল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিলে মো. সোহেল (১৭) নামের বিক্রয়কর্মী মারাত্মক দগ্ধ হয়েছে। মুখমণ্ডলসহ তার শরীরের প্রায় ৫০ শতাংশই পুড়ে গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে খিলগাঁওয়ে নন্দীপাড়া ত্রিমোহনীর ছোট বটতলায় এ ঘটনা ঘটে। সে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মী।

শামীম ওসমানরাই ত্বকীকে হত্যা করেছেন : রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ: সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি অভিযোগ করেন যে শামীম ওসমান ও তার পরিবারই ত্বকী হত্যার সঙ্গে সম্পৃক্ত। নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূলে গঠিত ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ শহরে টর্চার সেলের ব্যাপারটি জনসম্মুখে জানাবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি এ অভিযোগ করে বলেন, ‘‘ত্বকীকে হত্যার মূল কারণ আমি।

শনিবার, ১৬ মার্চ, ২০১৩

উনারা প্রস্তুত থাকলে সরকারও প্রস্তুত : সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নিশ্চয়ই খালেদা জিয়ার পরিকল্পনা আছে কোনো মসজিদে আগুন দেওয়ার বা হামলা করার। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। মুন্সীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন,

বঙ্গবন্ধুর জন্মদিনে রোববার টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রোববার টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এদিকে দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।

গণজাগরণকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে : ডা. ইমরান এইচ সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় : শাহবাগের তরুণ প্রজন্মের গণজাগরণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। যুদ্ধাপরাধী সমর্থিত কিছু মিডিয়া এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করছে বলে মন্তব্য করেছেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)-এর আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাঈদীর আপিলের জন্য মরিয়া জামায়াতি আইনজীবীরা

ঢাকা: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করার লক্ষ্যে আঁটঘাট বেঁধে নামছেন জামায়াতের আইনজীবীরা। আপিল আবেদন তৈরিতে দিনরাত কাজ করছেন দুই প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুই জনই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১২০ পৃষ্ঠার রায়ের প্রতিটি লাইন ধরে তারা এগোচ্ছেন।

সময়ের আগেই শেষ হচ্ছে মেঘনা-গোমতী সেতুর মেরামত

ঢাকা : নির্ধারিত সময়ের আগেই শেষ হতে যাচ্ছে মেঘনা ও গোমতী সেতুর মেরামত কাজ। সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী চলতি বছরের জুনে সেতু দু’টির মেরামত কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর তার আগেই মেরামত কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে।  শনিবার মেঘনা ও গোমতী সেতু সরেজমিনে পরিদর্শনে গেলে সাংবাদিকদের এ কথা জানান সেতু মেরামত প্রকল্পের পরিচালক ও ইঞ্জিনিয়ারিং কোরের স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (পশ্চিম) কর্নেল সাজ্জাদ হোসেন।

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

সংসদে বিএনপি সংসদীয় দলের মানববন্ধন

ঢাকা : জাতীয় সংসদে শনিবার বিএনপি সংসদীয় দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল ও বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন। এম কে আনোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

নির্বাচিত হলে ভাঙা মন্দির নির্মাণ করে দেবো : খালেদা জিয়া

মুন্সীগঞ্জ: ‘নির্বাচিত হলে এই ভাঙা মন্দির নির্মাণ করে দেবো’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ভাঙা মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, “এই সরকারের আমরে সময় হলমার্ক, শেয়ার পদ্মাসেতু কেলেঙ্কারি নিয়ে সারাদেশে যখন আন্দোলন শুরু হয়েছে, তখন এই দুর্নীতি ঢাকতে শাহবাগে আন্দোলন করছে তারা।” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন।

আশুলিয়ার জামগড়ায় গণজাগরণ সমাবেশ শুরু

আশুলিয়া গণজাগরণ মঞ্চ থেকে: শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে গণজাগরণ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের প্রথমেই কোরান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। এর পর বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা করা হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পদ্মা সেতু: ২৩০ কোটি ডলারের প্রস্তাব মালয়শিয়ার

ঢাকা : দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণে ২৩০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে মালয়শিয়া। শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে মালয়শীয় প্রধানমন্ত্রীর অবকাঠামো বিষয়ক বিশেষ দূত এস সামি ভেলু এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রস্তাব ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্পিকার

ঢাকা: রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুর থেকে চিকিৎসা থেকে না ফেরা পর্যন্ত তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা বাংলানিউজকে এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে সমর্থ না হন সে ক্ষেত্রে স্পিকার দায়িত্ব পালান করবেন।

দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান মানবাধিকার চেয়ারম্যানের

ঢাকা, ১৪ মার্চ ২০১৩ : দুই নেত্রীকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশন তাঁদের এক টেবিলে বসানোর উদ্যোগ নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মিজানুর রহমান এ অনুরোধ জানান। ড. মিজানুর বলেন, ‘আপনারা অন্তত একবার একসঙ্গে বসুন।

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

সরকারের প্রেসনোট: বিভ্রান্তি ছড়াতে খালেদার বক্তব্য

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে এ দাবি করা হযেছে যে বেআইনী অস্ত্রের সন্ধানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে।। বুধবার রাতে প্রেসনোটটি জারি করেছে। প্রেসনোটে উল্লেখ করা হয়, নয়াপল্টনে সভাস্থলে আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টিকারী বোমাবাজ ও সন্দেহভাজন অনেক লোকজন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে। এক পর্যায়ে বিএনপি কার্যালয় ভবন থেকে পুলিশকে লক্ষ করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। পুলিশ অপরাধীদের গ্রেফতার করার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশি কালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে ১০টি হাত বোমা উদ্ধার করা হয় এবং এসব নাশকতামূলক তৎপরতার সাথে জড়িত সন্দেহে উপস্থিত নেতাকর্মীদেরকে আইনানুগভাবে আটক করা হয়।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদ্মা সেতু অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগ

ঢাকা: পদ্মা সেতু প্রকল্পের জাজিরা অংশের জন্য সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণে ঠিকাদার নিয়োগ দিয়েছে সরকার। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকা। কার্যাদেশ পেয়েছে যৌথভাবে আবদুল মোনেম লিমিটেড ও এইচসিএম। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় এর বাইরে আরো ৬টি ক্রয় প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান। জয়নাল আবেদিন বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়নে নেটওয়ার্ক ব্যবস্থার জন্য প্যাকেজ প্রস্তাব, যার ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৪৬ লাখ ৩৭ হাজার টাকা। কাজ পেয়েছে কোরিয়ার স্যামসাং এসডিএস কোম্পানি লিমিটেড।

নির্বাচন কমিশনের ওয়েব ঠিকানা পরিবর্তন হচ্ছে

ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের নাম ‘নির্বাচন কমিশন সচিবালয়’ পরিবর্তন করে বাংলাদেশের নির্বাচন কমিশন করার পর এবার ওয়েব সাইটের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে। আর ওয়েবসাইট ঠিকানা পরিবর্তনে তোড়জোড় শুরু করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক। গত বছর ইসির সঙ্গে সুশীল সমাজের সংলাপে নাম পরিবর্তন নিয়ে প্রবল সমালোচনা করা হলেও কারোর মতামতকে আমলে নেওয়া হয়নি। এর আগে কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নাম পরিবর্তনের বিরোধিতা করেন। কমিশন সচিবালয়ের ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, সাংবিধানিক এ প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার পর থেকেই নির্বাচন সংক্রান্ত কাজকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন নাম পরিবর্তন ও বানান সংশোধন বিষয়েই ব্যস্ত আছেন এই কমিশনার।

‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিয়ে গুজব, তদন্ত কমিটি গঠন

ঢাকা: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার পর শিশুদের অসুস্থতা নিয়ে দেশজুড়ে বিভ্রান্তির সৃষ্টি করছে একটি কুচক্রি মহল। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এ অপপ্রচার শুরু করা হয়েছে। এছাড়া সেখানকার একটি মসজিদ থেকে মাইকিং করে ভিটামিন ক্যপসুল না খাওয়ানোর জন্য প্রচার চালানো হয়েছে।

চট্টগ্রামের গণজাগরণ সমাবেশ স্থগিত

গণজাগরণ চত্বর থেকে: চট্টগ্রামে গণজাগরণ সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে যাচ্ছেন না গণজাগরণ মঞ্চের সংগঠকরা। মঙ্গলবার রাতে দেড় শতাধিক সংগঠক রওয়ানা দিয়ে বুধবারের পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ১৪৪ ধারা জারি থাকায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সংক্রান্ত গণজারণ মঞ্চের বৈঠক বিকালে শুরু হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো।

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩

জনমতের চাপে সরকার আমাদের মুক্তি দিয়েছে: ফখরুল

ঢাকা: জনমতের চাপে, জনগণের আন্দোলনের মুখে সরকার আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। একথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার তিনিসহ আটককৃত তিন শীর্ষ নেতাকে মুক্তি দেওয়ার পর পার্টি কার্যালয়ে ফিরে ব্রিফিংয়ে একথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব। মুক্তিপ্রাপ্ত অপর দুই নেতা হচ্ছেন ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরী। তবে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জাহিদ হোসেনসহ আরও দেড়শতাধিক নেতা-কর্মী এখনো আটক রয়েছে জানিয়ে ফখরুল বলেন, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

সাংবাদিক নাঈমুল সস্ত্রীক বোমা হামলায় আহত

ঢাকা: সাংবাদিক নাঈমুল ইসলাম খানের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে তিনি ও তার স্ত্রী নাসিমা খান মন্টি আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রিপোটার লিকু সংবাদ মাধ্যমকে জানান, রাত ১১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা দিয়ে বাসায় ফেরার সময় তারা এ হামলার শিকার হন। নাঈমুল ও তার স্ত্রীকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ল্যাবএইড হাসপাতালের ওয়ার্ডে রয়েছেন। হামলায় তাদের গাড়িটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিঙ্গাপুরে হাসপাতালের আইসিইউতে রাষ্ট্রপতি, দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

নিউজডেস্ক : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর দোয়া প্রার্থণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুসফুসে জটিল সংক্রমন নিয়ে সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাষ্ট্রপতি। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে রাষ্ট্রপতিকে আইসিইউতে নেওয়া হয়। তার দ্রুত আরোগ্য লাভ ও দেশে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া কর‍ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার, ১০ মার্চ, ২০১৩

দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ: জাইকার সঙ্গে ঋণচুক্তি সই

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু নির্মাণের লক্ষ্যে জাইকার সঙ্গে ঋণচুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। ট্রাফিক ভলিউম সার্পোট দেওয়ার লক্ষ্যে বিদ্যমান ২-লেন বিশিষ্ট কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর পাশে ৪-লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুগুলো নির্মাণের এ প্রকল্প বাস্তবায়িত হবে। বাংলাদেশ সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ এবং জাপান আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থার (জাইকার) পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এর প্রধান প্রতিনিধি ড. তাকাও টোডা। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ তে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

জামায়াতের নিবন্ধন নিয়ে করা রিট ফের প্রধান বিচারপতির কাছে

ঢাকা: জামায়াতকে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিচারাধীন রিট মামলাটি বৃহত্তর (লার্জার) বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে প্রেরণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল-হকের সমন্বয়ে বিশেষ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও ফরিদ উদ্দিন খান।

সরকারের অবস্থান জানিয়ে ১৯৩ দেশে দীপু মনির চিঠি

ঢাকা: সাম্প্রতিক ‘রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের অবস্থান জানিয়ে বিশ্বের ১৯৩টি রাষ্ট্রে চিঠি পাঠাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি। জাতিসংঘের সদস্য এসব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া এ চিঠি  বেশ কয়েক দফা সংযোজন-বিয়োজনের পর গত বৃহস্পতিবার রাতে চূড়ান্ত করার পর বিদেশস্থ মিশন মারফত তা পাঠানো শুরু হয় বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম, চলমান মানবতাবিরোধী বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতায় সরকারের নানা উদ্যোগ, বিশেষ করে ‘শাহবাগ মুভমেন্ট’-এর পর এ সংক্রান্ত আইনে বড় ধরনের সংশোধনী আনয়ন, এ পর্যন্ত ঘোষিত তিনটি রায় ও তার প্রতিক্রিয়া, সর্বশেষ (গত ২৮শে ফেব্রুয়ারি) জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডাদেশকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ, সহিংসতা ও প্রাণহানি এবং এর মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

রোববার সন্ধ্যায় উন্মোচন বিশ্বের দীর্ঘতম আলপনা!

নিউজ ডেস্ক : রোববার সন্ধ্যায় শেষ হচ্ছে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকার কাজ। এর পরই শত শত মশালের আলোতে উজ্জ্বল হয়ে উঠবে বাঙালি জাতির লড়াই-সংগ্রামের চিত্র। ইতিহাসের সাক্ষী হতে পারে বর্তমানে আনন্দে উচ্ছ্বল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তরুণ শিক্ষার্থীরা! সেখানে দুই কিলোমিটার জুড়ে অঙ্কিত হচ্ছে বিশ্বের সবচাইতে দীর্ঘতম আলপনা। রাস্তার দুইপাশ ধরে উঠে আসছে ৪৭-এর দেশভাগের চিত্র থেকে আজকের ২০১৩’র শাহবাগে গণজাগরণ আন্দোলনের চিত্র।

শনিবার, ৯ মার্চ, ২০১৩

গোলাম আযমের সাক্ষী সুরকার বুলবুলের ভাই খুন

ঢাকা : রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পাশ থেকে সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাইয়ের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এই সুরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসালমীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন।

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

না.গঞ্জে চলছে নজিরবিহীন হরতাল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শনিবার সকাল থেকে নজিরবিহীন হরতাল চলছে। সকালেই আটকে দেওয়া হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেন। শহরে চলতে দেওয়া হচ্ছে না রিকশাও। কেবল অ্যাম্বুলেন্স ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন ও পরিবহন। নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা  রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যার ঘটনায় শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। জেলা বিএনপি, বাসদ, সিপিবি ও গণসংহতি আন্দোলন এ হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।

গণজাগরণ চত্বরে পরিকল্পিত বিষ্ফোরণ: ডিএমপি কমিশনার

গণজাগরণ চত্বর থেকে: শাহবাগের গণজাগরণ চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, “এটি পরিকল্পিত নাশকতা। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রয়েছে, তারই অংশ হিসেবে এ নাশকতা।” শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটে ওই বিষ্ফোরণের ঘটনার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে আসেন ডিএমপি কমিশনার।

নারীর পদচারণায় মুখর গণজাগরণ চত্বর

গণজাগরণ চত্বর থেকে: গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নারী জাগরণ সমাবেশে মিছিল নিয়ে শত শত নারী দল বেঁধে এসে যোগ দেওয়া শুরু করেছেন। এদিকে, অন্যান্য সাধারণ নারীর মতোই পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিও এসেছেন গণজাগরণ চত্বরে নারী জাগরণ সমাবেশে অংশ নিতে। এসময় তিনি আন্দোলনে অংশ নিতে আসা অন্যান্য নারীদের সঙ্গে স্লোগান তুলে মুখরিত করে তোলেন গণজাগরণ চত্বর। গত ২১ ফেব্রুয়ারি শাহবাগ গণজাগরণ চত্বরের সমাবেশ থেকে ৮ মার্চ ‘নারী জাগরণ সমাবেশ’-এর ঘোষণা দেওয়া হয়।