মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

হরতালেও দোকান খোলা ঢাকায়

নিউজডেস্ক : জামায়াতের হরতালকে পাত্তা দিচ্ছে না পাবলিক। গত রোববার তাদের হরতালে যানজট দেখা গিয়েছিলো রাজধানীর রাস্তায়। মঙ্গলবারের হরতালে এসে দেখা গেলো দোকানপাটও খুলছে। যদিও বড় বড় শপিং মল বন্ধ। কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা দেখা গেলো রাস্তার পাশের দোকান-পাট। ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, নীলক্ষেত, আজিমপুর সবখানেই রাস্তার পাশের অধিকাংশ দোকান খোলা। এসব দোকানে  আবার ক্রেতাও আসছেন। কোন কোন দোকানে তো দেখা গেলো রীতিমতো ভিড় করছেন খদ্দেররা।

হরতালের ভয়টা কেটে যাচ্ছে মানুষের। বিশেষ করে মতিঝিল থেকে হেফাজতে ইসলামকে হটিয়েদেওয়ার পর হরতালে আর ভয় পাচ্ছে না আমজনতা। রোববারের মতো  মঙ্গলবারও যানজট ছিলো রাস্তার মোড়ে মোড়ে। খুলেছে অফিস-আদালত। ক্লাস-পরীক্ষা হয়েছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে। আর সহিংস পিকেটিংয়ের জন্য কুখ্যাতি কুড়ানো জামায়াতের হরতালে আগে কখনো এতো দোকানপাট খোলা দেখা যায় নি। ঠিকমতো পিকেটিংও করতে পারেনি হরতাল সমর্থকরা।