মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

সবদলের অংশ গ্রহণে নির্বাচনের তাগিদ মুনের

নিউজডেস্ক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে মানব পাচার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে।’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের ‘মানব পাচার প্রতিরোধে বৈশ্বিক কর্মপরিকল্পনা’ শীর্ষক বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, পাশাপাশি এ ব্যাপারে জাতীয় পর্যায়ে আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ১৩ ও ১৪ মে নিউইয়র্কে দু‘দিনের ওই বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীবর্গসহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি জাতিংসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গেও সাক্ষাত করেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বান কি মুনকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সংলাপ প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সব দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সমঝোতায় পৌঁছার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। মহাসচিব জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে বাংলাদেশের সৈন্য প্রেরনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি মানবতাবিরোধী বিচারের প্রসঙ্গও উল্লেখ করেন।এ সময় দীপুমনি সংলাপের ব্যাপারে তার সরকারের আন্তরিকতার বিষয়টি নিশ্চিত করে বিরোধীদল সংলাপ প্রস্তাবে সাড়া দেবে বলে আশা প্রকাশ করেন। এরআগে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনের সভাপতি ভুক জেরেমিকের সঙ্গে সাক্ষাত করে ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অভিবাসন এবং উন্নয়ন’ শীর্ষক জাতিসংঘের আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সাইফুজ্জামান চৌধুরী এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) সাইদা মুনা তাসনিমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।