নিউজডেস্ক : তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। এ বোর্ডের নির্ধারণ করা ন্যূনতম মজুরি গত ১ মে থেকে কার্যকর হবে। রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এ মজুরি বোর্ড ঘোষণা করা হলো।
কম সময়ের মধ্যেই এই বোর্ড গঠন করা হবে। গঠিত বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। আর বোর্ড যত দিনেই গঠন করা হোক গত ১ মে থেকে নির্ধারিত মজুরি কার্যকর হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হলো।”প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট মন্ত্রী ছাড়াও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। এ সময় তৈরি পোশাক শিল্পমালিকদের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হচ্ছে। আমরা আশা করবো মজুরি বোর্ড গঠন পর্যন্ত এ শিল্পে উৎপাদন অব্যাহত থাকবে।” ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “মজুরি বোর্ড যখনই গঠন করা হোক, গত ১ মে থেকে মজুরি কার্যকর হবে।”
প্রেস ব্রিফিংয়ের শুরুতেই আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে অস্থিরতা চলছে। শ্রমিকদের মধ্যে নানা আশংকারও সৃষ্টি হয়েছে।” তিনি বলেন, “গণতন্ত্র ও পোশাক শিল্পের উত্তরণে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে এ অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। কিন্তু রাষ্ট্র, সরকার সাড়ে ৯শ’ কেন, একজন শ্রমিকের মৃত্যুও মেনে নিতে পারে না। তাই তৈরি পোশাকশিল্পে অস্থিরতা নিরসনে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সাভারের রানা প্লাজা ধসের প্রসঙ্গ টেনে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “নিখুঁতভাবে সাভারে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছে।” ব্রিফিং শেষে তৈরি পোশাকশিল্প শ্রমিকদের পক্ষ থেকে সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান প্রেস ব্রিফিংয়ের পর সাংবাদিকদের জানান, “১ মে থেকে মজুরি কার্যকর হবে- এ বিষয় আমরা মেনে নিচ্ছি না। তবে মজুরি বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা আমরা গ্রহণ করবো।”