নিউজ ডেস্ক : জাতিসংঘের ২০১৫ সাল পরবর্তী উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে পানি সরবরাহ ও স্যানিটেশনের (পয়ঃনিষ্কাশন) ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে থাইল্যান্ডের সিয়াং মাই ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সিবিশন সেন্টারে দ্বিতীয় এশিয়া-প্যাসিফিক পানি সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘পানি ও মানবাধিকার এখন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পানির উৎস সংরক্ষণ অর্থনীতি, সমাজ ও পরিবেশের জন্য মঙ্গলজনক। কোনো বৈষম্য ছাড়া নিরপেক্ষভাবে বিশ্বব্যাপী পানি সরবরাহ ও স্যানিটেশন নিশ্চিত করা জাতিসংঘের ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য হওয়া উচিত। বিশ্বের ৭০০ কোটি মানুষের ৬০ শতাংশ এশিয়ার। কিন্তু পানির চাহিদা ও সরবরাহের কথা বললে, ২০৩০ সাল নাগাদ এশিয়া-প্যাসিফিকের ৪০ শতাংশ অঞ্চল এর অভাবে থাকবে।” তিনি এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয়ের ওপর বাড়তি গুরুত্ব আরোপ করার আহবান জানান। পানির নিশ্চয়তা একটি বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এশিয়া অঞ্চলের চার ভাগের তিন ভাগ দেশই বর্তমানে মারাত্মকভাবে পানির অনিশ্চয়তায় ভুগছে।