বুধবার, ৮ মে, ২০১৩

এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার

ঢাকা : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৮৯.০৩ শতাংশ। এর মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ ৫ পেয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ফল ঘোষণা করা হয়। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফলাফল অনুযায়ী, সিলেটে ৮৮ দশমিক ৯৬, কুমিল্লা ৯০ দশমিক ৪১, চট্টগ্রামে ৮৮ দশমিক ৪১ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ০৩ শতাংশ, যশোরে ৯২ দশমিক ৬২ শতাংশ, ঢাকায় ৮৭ দশমিক ৩১ শতাংশ, দিনাজপুর ৯০ দশমিক ৬০ শতাংশ, বরিশালে ৮৮ দশমিক ৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৮১.১৩ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৮৯.৩১ শতাংশ শিক্ষার্থী।