ডেস্ক রিপোর্ট: রাজধানীতে পল্টন, বায়তুল মোকাররম এলাকায় অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি সম্পদ ধ্বংসসহ সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। গত রাতে পল্টন এবং মতিঝিল থানায় এসব মামলা করা হয়। এর মধ্যে পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে অধিকাংশই হেফাজতে ইসলামের শীর্ষ নেতা। রোববার মতিঝিলে সমাবেশে যোগ দেয়া হেফাজতকর্মীরা পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পুরানা পল্টনে সিপিবি ও হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ভবনসহ বায়তুল মোকাররম এলাকার অসংখ্য দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটে।