ঢাকা : বৃহস্পতি ও রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও হেফাজতে ইসলামের হরতাল থাকায় এ তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বুধবার সাংবাদিকদের এ কথা জানান। সকালের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টায়। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে।
১২ মে রোববারের পরীক্ষাগুলো হবে আগামী ১ জুন। সেদিন সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে।এ নিয়ে হরতালের কারণে ছয় দিনে এইচএসসি ও সমমানের ৩৪টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল। বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও কুটির শিল্প (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।আর ১২ মে রোববার সকালে ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকালে সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারিত ছিল। উল্লেখ্য, পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আর মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার সারাদেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।