ঢাকা : বিজিবি মহাপরিচালক বলেছেন, পিলখানায় ওই রাতে হাজার হাজার লাশ গুমের যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন ও কাল্পনিক অপপ্রচার। ৫মে দিবাগত রাতে মতিঝিলের শাপলা চত্বরে যৌথবাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগ অস্বীকার করে বুধবার সকালে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত বিজিবি'র সিপাহী লাবলুর জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পিলখানার সব জায়গা ঘুরে এ ব্যাপারে অনুসন্ধানের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, একটি সুশৃংখল বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতেই লাশ গুমের ব্যাপারে মিথ্যাচার করা হচ্ছে। উল্লেখ্য, ৬ মে কাঁচপুরে হেফাজত কর্মীদের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন লাবলু। এরপর মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মৃত্যুবরণ করেন।