রবিবার, ১২ মে, ২০১৩

মঙ্গলবার ফের হরতাল জামায়াতের

ঢাকা: আগামী মঙ্গলবার সারাদেশে ফের সকাল-সন্ধ্যা হরত‍াল ডেকেছে জামায়াত। রোববার হরতাল শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল করবে বলেও জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে একের পর এক জামায়াত নেতাকে আটকের ধারাবাহিকতায় রোববার জামায়াতের সিনিয়র নায়েবে আমীরকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবীতে আগামী ১৪ মে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।
এছাড়া বিবৃতিতে সোমবার দুপুরে নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করে সরকারের পদত্যাগের আন্দোলন আরো জোরদার করার জন্য ঢাকাবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে রোববারের হরতাল সফল হয়েছে দাবি করে দেশবাসীকে ধন্যবাদ জানানো হয়। এদিকে জামায়াতের এই হরতালের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট  আগামী বুধ ও বৃহস্পতিবার টানা দু’দিনের হরতাল জুড়ে দিতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া যাচ্ছে।