ঢাকা: স্লোগানে স্লোগানে আবারো মুখরিত শাহবাগ প্রজন্ম চত্বর। ‘আর কোনো দাবি নাই, কামারুজ্জামানের ফাঁসি চাই’ কণ্ঠে এমন স্লোগান নিয়ে গণজাগরণমঞ্চে হাজির হয়েছেন প্রতিবাদী জনতা। বুধবার সন্ধ্যা থেকে ছোট ছোট মিছিল এসে সমাবেত হয় শাহবাগের গণজাগরণ মঞ্চে। বৃহস্পতিবার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কামারুজ্জামানের মামলার রায়কে কেন্দ্র করেই শাহবাগে আবার জনতার এই ঢল।
গণজাগরণমঞ্চের সংগঠক ব্লগার মারুফ রসুল সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ অবস্থান। আমাদের কর্মসূচিতে ছিল, যে দিনই কোনো যুদ্ধাপরাধীর রায়ের তারিখ ঘোষণা করা হবে, সে দিন থেকে রায় হওয়া পর্যন্ত এখানে অবস্থান নেব। সে জন্য আজকের এ অবস্থান।” বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “গণজাগরণমঞ্চের স্থাপনা ভেঙে দিলেও এর চেতনাকে কেউ ভেঙে দিতে পারবে না। যখনই যুদ্ধাপরাধীদের রায়ের দিন ঘোষণা করা হবে, তখন থেকেই আমরা শাহবাগে অবস্থান নেব।”