শনিবার, ২৫ মে, ২০১৩

হরতাল: আবারও পেছালো এইচএসসি ও সমমান পরীক্ষা

নিউজডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আবারও পেছানো হয়েছে। ২৬ মে রোববারের পরীক্ষাগুলো আগামী ৩০ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষাগুলো সকাল ১০টায় ও  বিকেলের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম শনিবার সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটটি সাধারণ বোর্ডের অধীনে রোববার সকালে এইচএসসি ও ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজের গণিত (তত্ত্বীয়) প্রথমপত্র,  অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথমপত্র এবং বিকেলে সমাজ বিজ্ঞান প্রথমপত্র ও সমাজ কল্যাণ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা পেছানো হলো। এর ফলে, পিছিয়ে গেল ৪১টি বিষয়ের পরীক্ষা। উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে গত ১৬ মে আটটি সাধারণ বোর্ডের অধীনে তিনটি বিষয় এবং ১৭ মে-র চট্টগ্রাম বোর্ডের দুটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।