ঢাকা (ডেস্ক রিপোর্ট): ঘূর্ণিঝড় মহাসেনের আশঙ্কায় আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৫ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান সংবাদ মাধ্যমকেকে এ তথ্য জানান।
এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে হরতালের কারণে সাত বার পরীক্ষা পেছানো হয়।আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান সংবাদ মাধ্যমকেকে এ তথ্য জানান।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তদসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ কক্সবাজার ও চট্টগ্রামের দিকে ধেয়ে আসছে। এতে চট্টগ্রাম ও কক্সবাজারকে ৭ নম্বর এবং মংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মহাসেনের প্রভাবে উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।