বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

যেখানেই বসতে চান, সেখানেই রাজি: প্রধানমন্ত্রী

ঢাকা: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি।” বৃহস্পতিবার সকালে গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “যে কোনো সময়ে, যে কোনো স্থানে আলোচনা হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। তবে সংসদ নিরপেক্ষ জায়গা। সংসদে আসুন, সংসদেও আলোচনা হতে পারে।” প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশে একটি ইতিহাস স্থাপন করেছি। নারী স্পিকার নির্বাচন করা হয়েছে। সংসদ নেতা নারী, বিরোধীদলীয় নেতা নারী, সংসদ উপনেতা নারী। ওনারা বিরোধীদলীয় উপনেতাও নারী করতে পারেন।” শেখ হাসিনা বলেন, “অনন্ত সংসদে আসুন। আমরা তিনজন একত্রে একটি ছবি তুলতে পারি। অন্তত সেটা ইতিহাস হয়ে থাকবে।” বিরোধীদলীয় নেতার লাশ গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকুন। এখানে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে লাশ এবং জীবিতদের উদ্ধার কাজে। উদ্ধার তৎপরতায় রেকর্ড স্থাপন করা হয়েছে।” নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। গণতান্ত্রিক বিশ্বে যেভাবে নির্বাচন হয়, আগামী নির্বাচন সেভাবেই হবে। আমরা চাইনা ২০০৭-এর মতো ঘটনা ঘটুক। নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীন।” এ সময় হরতাল প্রত্যাহার করায় তিনি খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।