সাভার থেকে : সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় ধ্বংসস্তূপের ভেতরে জীবিত এক নারীর সন্ধান পেয়েছেন উদ্ধারকর্মীরা। রানা প্লাজায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানে অংশ নেয়া এক সেনা সদস্য জানান, কংক্রিটের স্তূপের নিচে যাকে জীবিত পাওয়া গেছে, তার নাম রেশমা। তারা তার কথা শুনতে পেয়েছেন।
তাকে উদ্ধারের সব রকম চেষ্টা চলছে। “তার জন্য খাবার ও পানি দেয়া হয়েছে। অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। তাকে জীবিত উদ্ধার করে আনার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।” সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম ভবন ধসের এই ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানায় তখন কাজ চলছিলো। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত নয়তলা ভবনের সামনের দিকের ধ্বংসস্তূপ সরাতে পেরেছেন। তবে ভবনের বেইজমেন্টে এখনো ঢুকতে পারেননি।