নিউজডেস্ক : বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া রোকেয়া সারণী ও ধানমন্ডি কলাবাগান এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর মধ্যে মিরপুরের শেওড়াপাড়ার রোকেয়া সরণীতে মিস অ্যামি বিআইপিওপিআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। অন্যদিকে, তিন মাসের বকেয়া বেতন, বেতন-ভাতা বৃদ্ধি ও টিফিন ভাতার দাবিতে রাজধানীর কলাবাগানে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর শেওড়াপাড়ার মিস অ্যামি বিআইপিওপিআই গ্রুপের শ্রমিকরা সোমবার সকাল সাড়ে ৮টায় কাজে এসে তাদের দাবি মেনে না নেওয়ায় বিক্ষোভ শুরু করেন। এরপর সকাল ১০টার দিকে তারা কারখানার সামনে রাস্তা অবরোধ করেন। এ সময় পাশের একটি ভবনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা।এবিষয়ে পোশাক শ্রমিক মরিয়ম সংবাদ মাধ্যমকে জানান, তারা অনেকদিন ধরেই দাবি কথার বলে আসছেন। কিন্তু, মালিক পক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে না। উপরোন্তু, বিক্ষোভ শুরু করায় কারখানার মাইক থেকে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের দাবি প্রসঙ্গে মালিক পক্ষ থেকে মঙ্গলবার আলোচনার প্রস্তাব দেওয়া হলে শ্রমিকরা বলেন, যতক্ষণ পর্যন্ত মালিক এসে তাদের দাবি না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত কেউ কারখানার সামনে থেকে সরে যাবে না। এ বিষয়ে পুলিশের পেট্রোল ইন্সপেক্টর (মিরপুর) মো. তৈয়ব সংবাদ মাধ্যমকে বলেন, “সোমবার সকাল থেকেই বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা পাশের একটি ভবনে ভাঙচুর চালান। নিরাপত্তার স্বার্থে আমরা তাদের ঘিরে রেখেছি। ইতোমধ্যে, মালিক পক্ষকে খবর দেওয়া হয়েছে।” বর্তমানে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। তবে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অপরদিকে, সোমবার সকালে কলাবাগানের বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় আসার পর তাদের দাবি মেনে না নেওয়ার কারণে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কলাবাগান ফুটওভার ব্রিজের নিচের রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন। এবিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক অবরোধের সত্যতা স্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেন, “সোমবার সকালে কারখানায় আসার পর বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে এসে অবরোধ করেন। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা না করায় তাদের উঠিয়ে দেওয়ার কোনো চেষ্টা করিনি আমরা।” উল্লেখ্য, কয়েক দিন ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, নিরাপদ কাজের পরিবেশ, ডরমেটরি নির্মাণসহ বিভিন্ন দাবিতে সাভার শিল্পাঞ্চল আশুলিয়াসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় সোমবার শেওড়াপাড়া ও কলাবাগান এলাকায় সড়ক অবরোধের মতো ঘটনা ঘটলো।