শুক্রবার, ৩ মে, ২০১৩

শাহবাগ প্রজন্ম চত্বরে ৩১ মে মহাজাগরণ সমাবেশ

ঢাকা: জামায়াত-শিবির নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে আগামী ৩১ মে শাহবাগের প্রজন্ম চত্বরে মহাজাগরণ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণজাগরণ মঞ্চের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার এ কর্মসূচির ঘোষণা দেন।


এ সময় তিনি আগামী ১০ মে গাজীপুর ও ১৮ মে ময়মনসিংহে সমাবেশ করারও ঘোষণা দেন। ইমরান এইচ সরকার বলেন, “আমরা কখনোই আইন নিজের হাতে তুলে নেবো না। আমাদের এ আন্দোলন অহিংস ছিল বলেই এতদিন স্থায়ী হয়েছে।” তিনি বলেন, “আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রতিষ্ঠান আন্দোলন। আমাদের এ সংগ্রাম জামায়াত শিবির নিষিদ্ধের সংগ্রাম।” এ সময় তিনি বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “আপনারা নিজ নিজ এলাকার মধ্যে থাকা বিভিন্ন গ্রুপের মধ্যে নিজেরাই সমঝোতা করে দায়িত্ব বণ্টন করে নিবেন।” এ সময় তিনি সবাইকে গণজাগরণ মঞ্চের এ চেতনা ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এ সংগ্রাম রাজাকার জামায়াত শিবিরের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ বিরোধী এ শক্তিকে বাংলার মাটি থেকে বিতাড়িত করা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।”