রবিবার, ১৯ মে, ২০১৩

পদ্মায় দুর্নীতি : রাতে কানাডা যাচ্ছে দুদক টিম

ঢাকা: পদ্মা সেতু দুর্নীতি মামলার অধিকতর তদন্তের স্বার্থে অবশেষে কানাডা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই সদস্যের একটি টিম। রোববার রাতে কমিশনের এ টিম কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। কাজ শেষে ২৩ মে টিম দেশে ফিরবে।
দুদক সূত্র জানায়, কমিশনের টিম কানাডায় ২৩ মে পর্যন্ত থাকবে। সেখানে অবস্থানরত পদ্মা সেতু দুর্নীতি মামলার আসামি কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ভাইস-প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস-প্রেসিডেন্ট রমেশ সাহ এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইলকে জিজ্ঞাসাবাদ ও রমেশের ডায়েরির অনুলিপি সংগ্রহের চেষ্টা চালাবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘কমিশনের টিমকে কানাডা পাঠানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার টিম কানাডা যাবে।’
দুই সদস্যের এই টিমে রয়েছেন দুদকের আইন উপদেষ্টা অ্যাড. আনিসুল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম।