বুধবার, ২৯ মে, ২০১৩

বাবুনগরী জামিনে মুক্ত

নিউজডেস্ক : ২৩ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।  তিনটি মামলায় বুধবার দুপুরে ঢাকার আদালত তাকে জামিন দেয়। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হাটহাজারী মাদ্রাসার এই শিক্ষক বিকালে মুক্তি পান। কারা উপমহাপরিদর্শক গোলাম হায়দার সংবাদ মাধ্যমকেকে বলেন, জামিনের কাগজপত্র আসার পর হাসপাতাল থেকে তার পাহারা তুলে নেয়া হয়েছে। অর্থাৎ হেফাজতের মহাসচিব এখন মুক্ত। তবে তিনি এখনো হাসপাতালেই রয়েছেন। 

যুদ্ধাপরাধের রায় আগস্টের মধ্যে কার্যকর: তথ্যমন্ত্রী

নিউজডেস্ক : আপিলের রায় নিয়ে আগামী অগাস্টের মধ্যে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের আশাবাদ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বুধবার বলেছেন, “জুনের মধ্যে উচ্চ আদালতের আপিল কার্যক্রম শেষ হলে জুলাই এবং অগাস্টের মধ্যে রায় কর্যকর করা হবে।” যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত যতগুলো রায় হয়েছে, তার মধ্যে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মো. কামারুজ্জামান এবং সাবেক নেতা আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজা হয়েছে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার। রায়ের বিরুদ্ধে জামায়াত নেতারা আপিল করলেও এখনো তার নিষ্পত্তি হয়নি।

মঙ্গলবার, ২৮ মে, ২০১৩

দীপু মনির বাসার সামনে বিস্ফোরণ

নিউজডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সরকারি বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বত্তরা। এছাড়া নীলক্ষেতে র‌্যাবের গাড়িতে, মহাখালী ও আরামবাগে বাস এবং গুলশান এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলার চেষ্টা করে দুর্বত্তরা। দীপু মনির সরকারি বাসভবনের নিরাপত্তাকর্মী আজমত আলী জানান, কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী বাসা সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তারেক রহমানের নামে গ্রেফতারি পরেয়ানা জারির প্রতিবাদে ডাকা বুধবারের দেশব্যাপী হরতালের আগের দিন মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টার মধ্যে এসব যানবাহনে আগুন দেওয়া হয়।

সোমবার, ২৭ মে, ২০১৩

রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজডেস্ক : বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া রোকেয়া সারণী ও ধানমন্ডি কলাবাগান এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর মধ্যে মিরপুরের শেওড়াপাড়ার রোকেয়া সরণীতে মিস অ্যামি বিআইপিওপিআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। অন্যদিকে, তিন মাসের বকেয়া বেতন, বেতন-ভাতা বৃদ্ধি ও টিফিন ভাতার দাবিতে রাজধানীর কলাবাগানে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

শনিবার, ২৫ মে, ২০১৩

আশুলিয়ায় কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিক বিক্ষোভ

নিউজডেস্ক : শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় কারখানা বন্ধের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শনিবার সকালে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশিল্প শ্রমিকরা। সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার ডংলিয়ান ফ্যাশন বিডি, গাজীরচট এলাকার গ্লোবাল নিটওয়্যার ও জামগড়া এলাকার ওশান ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।

হরতাল: আবারও পেছালো এইচএসসি ও সমমান পরীক্ষা

নিউজডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আবারও পেছানো হয়েছে। ২৬ মে রোববারের পরীক্ষাগুলো আগামী ৩০ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষাগুলো সকাল ১০টায় ও  বিকেলের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম শনিবার সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ নজরুল জয়ন্তী

নিউজডেস্ক : আজীবন ‘গন্ধবিধুর ধূপ’ হয়ে জ্বলা, সাম্য, প্রেম আর মানবতার কবি কাণ্ডারি ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী আজ৤ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের (১৮৯৮ খ্রিস্টাব্দ) এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্ম। দুঃখ-দারিদ্র্যও ছিল তার নিত্যসঙ্গী। ডাক নাম ছিল- দুখু মিয়া। বাবার অকাল মৃত্যুর পর অর্থকষ্টের কারণে শৈশবেই নজরুলকে অর্থ উপার্জনের জন্য জীবন-সংগ্রামে নামতে হয়। সেই বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজী পালোয়ানের মাজারে খাদেমগিরি ও মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। এতো সবের পরও দুখু মিয়ার জীবনে নিজ দুঃখ-ভাবনা স্থান পায়নি। তিনি ভেবেছেন, জাতির দুঃখ-ক্লেশ-দৈন্য-লজ্জা ঘোচানোর কথা।

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

বৃষ্টিতে ভাসছে নগর

নিউজডেস্ক : ভারতের বিহার ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি চলছে বুধবার রাত থেকে। এদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া । চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত  দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যšত  উপকূলের  কাছাকাছি  থেকে  সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বুধবার রাত থেকে টানা ‍বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় রাস্তায় জনসমাগম ছিল তুলনামূলকভাবে কম। তারপরও যারাই রাস্তায় বেরিয়েছেন, প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল হতে হয়েছে তাদের।

বুধবার, ২২ মে, ২০১৩

শিশুদের রাজনীতিতে ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

নিউজডেস্ক : শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে সংসদে উত্থাপিত ‘শিশু বিল-২০১৩’ তে সুনির্দিষ্ট বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন এবং শিশু পাচার বন্ধে বিধান রাখারও প্রস্তাব দেয়া হয়েছে। বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘শিশু বিল-২০১৩’ নিয়ে এ আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য অপু উকিল সংবাদ মাধ্যমকে বলেন, “সংসদে উত্থাপিত বিলে শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে কোনো বিধান ছিল না। এই বিধান বিলে রাখার প্রস্তাব দেয়া হয়েছে।” তিনি আরো বলেন, “মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা নানারকম নির্যাতনের শিকার হয়।

ইন্টারনেট গেটওয়েতে বসছে নজরদারির প্রযুক্তি

নিউজডেস্ক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোসহ ইন্টারনেট ব্যবস্থায় নজরদারিতে (ফিল্টারিং) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে(আইআইজি) বিশেষ প্রযুক্তি বসানোর জন্য বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছে সরকার। প্রতিটি আইআইজিতে এ প্রযুক্তি বসানোর পর ইন্টারনেটের নজরদারি বা নিয়ন্ত্রণের মূল ক্ষমতা থাকবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হাতে। এ প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ৮ এপ্রিল আন্তজার্তিক প্রতিষ্ঠানগুলোর কাছে ‘ইন্টারনেট সেফটি সলিউশন’ চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। এই আগ্রহপত্র জমা দেয়ার শেষ দিন ছিল গত ২০ মে।

সংলাপে তৃতীয় পক্ষের দরকার নেই: মজীনা

নিউজডেস্ক : বাংলাদেশের পরিস্থিতি ২০০৬ বা ২০০৭ সালের মতো নেই। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই, দেশে চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপে বসতে জাতিসংঘ বা অন্য কোনো দেশের সহযোগিতার দরকার নেই। বুধবার সকাল ১১টায় আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, “বাংলাদেশের সব রাজনৈতিক দলই সুষ্ঠু নির্বাচন চায়। চলমান সহিংসতা, রাজনৈতিক সংকট নিরসনে তৃতীয় পক্ষ বা নতুন ফর্মূলার দরকার নেই। তবে সংলাপে বসার প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে। বিনিয়োগের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।

সোমবার, ২০ মে, ২০১৩

তাহেরের মৃত্যুদণ্ডকে ঠাণ্ডা মাথার খুন হিসেবে চিত্রিত করার নির্দেশ

নিউজ ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) এম এ তাহের বীর উত্তমসহ অন্যদের গোপন বিচার, সাজা কার্যকর এবং বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক আইন আদেশের মাধ্যমে সামরিক ট্রাইব্যুনাল গঠনকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে হাইকোর্ট কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডকে ঠান্ডা মাথার খুন হিসেবে চিত্রিত করার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।

হামীম গ্রুপে শ্রমিক বিক্ষোভ: পুলিশসহ শতাধিক আহত

সাভার (ঢাকা): আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আর পরিস্থিতি বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে হামীম গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজে যোগ না দিয়ে বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক নির্যাতন ও নারী শ্রমিকদের শ্লীলতা হানির অপচেষ্টা বন্ধ, সম্প্রতি শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা তিন দিনের হাজিরা পরিশোধের দাবিতে ও  বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পানি ও স্যানিটেশনকে গুরুত্ব দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :  জাতিসংঘের ২০১৫ সাল পরবর্তী উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে ‍পানি সরবরাহ ও স্যানিটেশনের (পয়ঃনিষ্কাশন) ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে থাইল্যান্ডের সিয়াং মাই ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সিবিশন সেন্টারে দ্বিতীয় এশিয়া-প্যাসিফিক পানি সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ আহ্বান জানান।

মাহমুদুরের মুক্তির বিবৃতিতে বিস্ময় ও ক্ষোভ

নিউজ ডেস্ক : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে ১৫ জন সম্পাদকের বিবৃতি দেওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের চারটি সংগঠনের নেতারা। রোববার একটি যৌথ বিবৃতিতে সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে. এম. শফিউল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও পেশাজীবি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম খান এ বিস্ময় প্রকাশ করেন।

রবিবার, ১৯ মে, ২০১৩

পদ্মায় দুর্নীতি : রাতে কানাডা যাচ্ছে দুদক টিম

ঢাকা: পদ্মা সেতু দুর্নীতি মামলার অধিকতর তদন্তের স্বার্থে অবশেষে কানাডা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই সদস্যের একটি টিম। রোববার রাতে কমিশনের এ টিম কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। কাজ শেষে ২৩ মে টিম দেশে ফিরবে।

ওয়াটার সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড যাত্রা

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ইন্টারনেট ব্যান্ডউইডথে আপলোডের গতি কমানোর নির্দেশনা তুলে নিয়েছে বিটিআরসি

ডেস্ক রিপোর্ট : ইন্টারনেট ব্যান্ডউইডথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আজ সকালে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি)সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি জানায় বিটিআরসি।
বিটিআরসির পক্ষ থেকে আজ সকালে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়।

শুক্রবার, ১৭ মে, ২০১৩

টেলিকম ও আইটি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম উপকরণে পরিণত হয়েছে। জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের বিকল্প নেই। তাই তাঁর সরকার টেলিযোগাযোগ ও আইসিটির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৩’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হেফাজত কাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হেফাজতে ইসলামের ৫ মে’র সমাবেশে সরকারকে উৎখাতে জাতীয় ও আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র করেছিল। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “৪ঠা মে হুমকি দেয়া হলো- পালানোর পথ পাব না। ৫ই মে হেফাজতকে বসিয়ে দেয়া হলো। মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের ব্যবহার করে তাদের ঘাড়ে পা দিয়ে, সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হলো। অনেক জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো। অনেকেই খেলেছে।” তবে জনগণের সমর্থন থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩

দুর্বল হয়ে পড়েছে মহাসেন

নিউজডেস্ক : ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডু, ফেনী, ভারতের কিছু অংশ (ত্রিপুরা) হয়ে মিয়ানমারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মহাসেনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার জেলা প্রশাসনের এক পদস্থ কর্মকর্তা বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়েছে। এটি কক্সবাজারে আঘাত হানবে না। এদিকে, বেলা ১২টায় সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলমও একই তথ্য জানান।

মহাসেন নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্কতা ৩

মহাসেন নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্কতা ৩ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর এবং মংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার, ১৫ মে, ২০১৩

আগামীকালের এইচএসসি পরীক্ষা ২৫ মে

ঢাকা (ডেস্ক রিপোর্ট): ঘূর্ণিঝড় মহাসেনের আশঙ্কায় আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৫ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান সংবাদ মাধ্যমকেকে এ তথ্য জানান।

মানবতাবিরোধী অপরাধে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।  বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ : ৭ নম্বর বিপদ সংকেত

ঢাকা: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’। এটি সর্বশেষ কংবাজার উপকূলের ৮১৫ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। কংবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুরের পর থেকেই কংবাজার উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করতে পারে। তবে বৃহস্পতিবার ভোররাত থেকে এটি জোরে সোরে আঘাত হানতে পারে।

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

সবদলের অংশ গ্রহণে নির্বাচনের তাগিদ মুনের

নিউজডেস্ক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে মানব পাচার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে।’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের ‘মানব পাচার প্রতিরোধে বৈশ্বিক কর্মপরিকল্পনা’ শীর্ষক বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, পাশাপাশি এ ব্যাপারে জাতীয় পর্যায়ে আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ১৩ ও ১৪ মে নিউইয়র্কে দু‘দিনের ওই বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীবর্গসহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত হকারদের আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

নিউজডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দরিদ্র মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের অগ্নিসংযোগে বায়তুল মোকাররম চত্বরের ক্ষতিগ্রস্ত ৩ শ’ ৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছেন। মঙ্গলবার সকালে তিনি তাঁর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদেরকে সহায়তার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী কয়েকটি পত্রিকার প্রতিবেদন দেখে এসব মুক্তিযোদ্ধাকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তাদানের সিদ্ধান্ত নেন।

হরতালেও দোকান খোলা ঢাকায়

নিউজডেস্ক : জামায়াতের হরতালকে পাত্তা দিচ্ছে না পাবলিক। গত রোববার তাদের হরতালে যানজট দেখা গিয়েছিলো রাজধানীর রাস্তায়। মঙ্গলবারের হরতালে এসে দেখা গেলো দোকানপাটও খুলছে। যদিও বড় বড় শপিং মল বন্ধ। কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা দেখা গেলো রাস্তার পাশের দোকান-পাট। ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, নীলক্ষেত, আজিমপুর সবখানেই রাস্তার পাশের অধিকাংশ দোকান খোলা। এসব দোকানে  আবার ক্রেতাও আসছেন। কোন কোন দোকানে তো দেখা গেলো রীতিমতো ভিড় করছেন খদ্দেররা।

কক্সবাজার জুড়ে মাঝারি বৃষ্টিপাত : মহাসেন দুর্বল হবে

কক্সবাজার : মৌসুমী বায়ূর প্রভাবে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা মনে করছেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ দুর্বল হয়ে পড়বে। পর্যটন শহর কক্সবাজারে এ মুহূর্তে পর্যটক নেই বললেই চলে। বিচ্ছিন্নভাবে কেউ কেউ বেড়াতে এলেও বৃষ্টিতে তারা আটকা পড়েছেন বিভিন্ন হোটেলে। সাগরও এ মুহূর্তে প্রচণ্ড উত্তাল আছে। যার ফলে সৈকতেও লোকজনের তেমন আনাগোনা নেই বলে জানা গেছে।

সোমবার, ১৩ মে, ২০১৩

ইউনিয়নের বিধান রেখে শ্রম আইন চূড়ান্ত, থাকছে গ্র্যাচুইটি-বীমা

নিউজ ডেস্ক: শ্রমিকের স্বার্থ, নিরাপত্তা ও অধিকার সমুন্নত রেখে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৩’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে আইনে শ্রমিকদের ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের একথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “যে সব প্রতিষ্ঠানে ন্যূনতম ১০০ জন শ্রমিক রয়েছে সে সব প্রতিষ্ঠানে বীমা বাধ্যতামূলক করা হয়েছে। শ্রমিকের বীমা দাবির টাকা প্রতিষ্ঠানের মালিক নিজ উদ্যেগে আদায় করবে এবং কোনো কারণে শ্রমিক যদি মারা যায় বা তার মৃত্যু হয় তাহলে তার পোষ্যদের বীমা দাবির টাকা মালিকদের আদায় করে দিতে হবে। ৯০ দিনের মধ্যে বীমা নিষ্পত্তির বিধানও রাখা হয়েছে।”

রবিবার, ১২ মে, ২০১৩

মঙ্গলবার ফের হরতাল জামায়াতের

ঢাকা: আগামী মঙ্গলবার সারাদেশে ফের সকাল-সন্ধ্যা হরত‍াল ডেকেছে জামায়াত। রোববার হরতাল শেষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল করবে বলেও জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে একের পর এক জামায়াত নেতাকে আটকের ধারাবাহিকতায় রোববার জামায়াতের সিনিয়র নায়েবে আমীরকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবীতে আগামী ১৪ মে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা

নিউজডেস্ক : তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। এ বোর্ডের নির্ধারণ করা ন্যূনতম মজুরি গত ১ মে থেকে কার্যকর হবে। রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এ মজুরি বোর্ড ঘোষণা করা হলো।

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

ঢাকা: জামায়াতের ডাকা হরতালের প্রভাব পড়েনি রাজধানীবাসীর জীবনযাত্রায়। হরতাল শুরুর পর রোববার সকালের দিকে রাস্তায় যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার ব্যস্ততা বাড়তে থাকে। খুলতে থাকে দোকান পাটও। চাকুরেদের আগের হরতালগুলোর মতো যানবাহন সঙ্কটে পড়তে হয় নি।  

জামায়াত নেতা ইউসুফ গ্রেফতার

নিউজডেস্ক  : একাত্তরের মানবতাবিরোধী অভিযোগে রাজধানীর নিজ বাড়ি থেকে জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার দুপুরে তাকে ধানমণ্ডির ১০/এ রোডের ৩৭/এ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইউসুফ ওই বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন। র‌্যাব-২-এর অপারেশন অফিসার এএসপি রায়হান বাংলানিউজকে জানান, একেএম ইউসুফকে গ্রেফতার করে শেরেবাংলা নগরে র‌্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়েছে। এখান থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে।

শনিবার, ১১ মে, ২০১৩

ঘূর্ণিঝড় মহাসেন: সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

নিউজডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এ (যা আবহাওয়াবিদদের কাছে ০১বি নামে পরিচিত) পরিণত হয়েছে। শনিবার সকালে নিম্নচাপটি প্রায় ১০০ কিলোমিটার এগিয়েছে। সঙ্গে সঙ্গে বাড়ছে বাতাসের গতিবেগ। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, নিম্নচাপটি পর্যবেক্ষণে রয়েছে। এটি যে গতিতে এগুচ্ছে তাতে সোম বা মঙ্গলবার নাগাদ চার নম্বর সতর্কতা সংকেত আসতে পারে।

হেফাজতের ১৩ দফাকে রুখতে রাজপথেও থাকবেন নারী নেত্রীরা

প্রেসক্লাব থেকে: হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সংবিধান বহির্ভূত মন্তব্য করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নারী নেত্রীরা। একই সঙ্গে ১৩ দফাকে রুখতে রাজপথেও থাকবেন বলে জানিয়েছেন তারা। সমাবেশে বক্তারা নারী অধিকার রক্ষায় সরকারের উদ্দেশ্যে পেশ করেছেন ১০ দফা দাবি। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী নারী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

শুক্রবার, ১০ মে, ২০১৩

রেশমার সুস্থতার জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী : খালেদা জিয়ার শুকরিয়া

সাভার থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমাদের উদ্ধারকর্মীরা ধৈর্য্যের পরিচয় দিয়ে টানা ১৭ দিন দিন-রাত ২৪ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে উদ্ধারকাজ পরিচালনা করে আসছেন।” ধসে পড়ার ১৭ দিন পর রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া নারী পোশাক শ্রমিক রেশমাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া রেশমা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাকে স্যালাইন দেওয়া হয়েছে। সাবধানে খাবার দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

হেফাজত কর্মীদের নিরাপদে সরিয়ে দিতেই অভিযান: প্রেস নোট

নিউজডেস্ক : নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা, গণনিরাপত্তা সুনিশ্চিত করতে উচ্ছৃঙ্খল ও উন্মত্ত ধ্বংসযজ্ঞে লিপ্ত হেফাজত কর্মীদের শাপলা চত্বর থেকে নিরাপদে সরিয়ে দেবার জন্য এই অভিযান অপরিহার্য হয়ে ওঠে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে গত ৫ মে ঢাকা অবরোধে অংশ নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দেওয়ার ব্যাখ্যা দেওয়া হয়।

১৭ দিনেও ধ্বংসস্তূপে জীবিত রেশমী

সাভার থেকে : সাভারে ভবন ধসের ১৭ দিনের মাথায় ধ্বংসস্তূপের ভেতরে জীবিত এক নারীর সন্ধান পেয়েছেন উদ্ধারকর্মীরা। রানা প্লাজায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানে অংশ নেয়া এক সেনা সদস্য জানান, কংক্রিটের স্তূপের নিচে যাকে জীবিত পাওয়া গেছে, তার নাম রেশমা। তারা তার কথা শুনতে পেয়েছেন।

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

বৃহস্পতিবার উদ্ধার ৮১, নিহতের সংখ্যা ৯৫৭

ঢাকা : সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৮১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ১৬তম দিনে উদ্ধার করা মরদেহের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৭ জনে। এর মধ্যে ৬৯৮ জনের মৃতদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৃহস্পবার ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৮১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত ১৭১টি মরদেহ উদ্ধার করা হয়।

কামারুজ্জামানের ফাসির রায় দিয়েছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল

ডেস্ক রিপোর্ট :  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষনা করা হয়েছে। মামলার রায় অনুযায়ী কামরুজ্জামানের ফাঁসির রায় দেয়া হয়।  তার বিরুদ্ধে আনা বদিউজ্জামান ও চাপা হত্যা সহ পাঁচটি অভিযোগ প্রমানিত হয়েছে। বাকি দুইটি অভিযোগ প্রমানিত হয়নি।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ও মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

কামারুজ্জামানের রায় পড়া চলছে

নিউজডেস্ক : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বেলা ১১টা ৫ এ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের এজলাসে নিয়ে আসার পর পাঁচ মিনিট পর বিচারকরা এজলাসে বসেন। দুই পক্ষের আইনজীবীদের ধন্যবাদ দিয়ে মামলার ইতিবৃত্ত সংক্ষেপে তুল ধরেন এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সাভারে নিহতের সংখ্যা নয়শ’ ছাড়াল

সাভার থেকে : সাম্প্রতিক বিশ্বের ‘ভয়াবহতম’ সাভার ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ জনে। রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে উদ্ধার অভিযানের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ৮৮টি মৃহদেহ রাখা রয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে ১০০টি লাশ। গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন।

বুধবার, ৮ মে, ২০১৩

এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার

ঢাকা : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৮৯.০৩ শতাংশ। এর মধ্যে ৯১ হাজার ২২৬ জন জিপিএ ৫ পেয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ফল ঘোষণা করা হয়। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবারো মুখরিত শাহবাগ প্রজন্ম চত্বর

ঢাকা: স্লোগানে স্লোগানে আবারো মুখরিত শাহবাগ প্রজন্ম চত্বর। ‘আর কোনো দাবি নাই, কামারুজ্জামানের ফাঁসি চাই’ কণ্ঠে এমন স্লোগান নিয়ে গণজাগরণমঞ্চে হাজির হয়েছেন প্রতিবাদী জনতা। বুধবার সন্ধ্যা থেকে ছোট ছোট মিছিল এসে সমাবেত হয় শাহবাগের গণজাগরণ মঞ্চে। বৃহস্পতিবার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কামারুজ্জামানের মামলার রায়কে কেন্দ্র করেই শাহবাগে আবার জনতার এই ঢল।

টেকনিক্যালের সোয়েটার কারখানার অগ্নিকাণ্ডে নিহত ২

ঢাকা : রাজধানীর গাবতলীর টেকনিক্যালে তুংহাই সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দুই জন নিহত হয়েছে। বুধবার রাত ১১ টায় লাগা ওই আগুনে কারখানার মালিকসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত এক টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী উদ্ধারকর্মীরা। ১২ তলার এ কারখানার এক তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। আগুন তৃতীয় তলা পর্যন্ত ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। মোট ১৩টি ইউনিট দুই ঘণ্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

বৃহস্পতি ও রবিবারের এইচ.এস.সি পরীক্ষা ৩১ মে ও ১ জুন

ঢাকা : বৃহস্পতি ও রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও হেফাজতে ইসলামের হরতাল থাকায় এ তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বুধবার সাংবাদিকদের এ কথা জানান। সকালের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টায়। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে। 

একটি সুশৃংখল বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতেই লাশ গুমের মিথ্যাচার করা হচ্ছে : বিজিবি মহাপরিচালক

ঢাকা : বিজিবি মহাপরিচালক বলেছেন, পিলখানায় ওই রাতে হাজার হাজার লাশ গুমের যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন ও কাল্পনিক অপপ্রচার। ৫মে দিবাগত রাতে মতিঝিলের শাপলা চত্বরে যৌথবাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগ অস্বীকার করে বুধবার সকালে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত বিজিবি'র সিপাহী লাবলুর জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জামাত নেতা কামারুজ্জামান এর রায় বৃহস্পতিবার


ঢাকা : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কথা জানান। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুকে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আগামীকাল কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। বিষয়টি তিনি রাষ্ট্র ও আসামিপক্ষ উভয় পক্ষের আইনজীবীদের জানাতে বলেন।

বৃহস্পতিবার এসএসসি’র ফল

ঢাকা : ৯ মে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম মঙ্গলবার এ তথ্য জানান। গত ৩  ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।  অংশ নেন  ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।