ঢাকা: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ ছয়টি দাবি নিয়ে আন্দোলনকারী জনতার পক্ষে স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার বিকেলে আন্দোলনকারী পাঁচজন ব্লগার এ স্মারকলিপি দেন। ব্লগার দলে ছিলেন শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ডা. ইমরান এইচ সরকার। স্মারকলিপিতে উল্লিখিত ছয়টি দাবির মধ্যে রয়েছে, কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা, জামায়াত-শিবিরসহ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা।