রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ সংশোধনের প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে।  উভয় পক্ষের সমান সুযোগ নিশ্চিত করে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রেখে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিসভায়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ রোববার আইন মন্ত্রণালয়ে এ কথা জানান। তিনি আরো জানান,  মন্ত্রিসভা অনুমোদন দিলে এক সপ্তাহের মধ্যে জাতীয় সংসদে সংশোধন প্রস্তাবটি উত্থাপন করা হবে। এছাড়া প্রস্তাবিত  খসড়ায় সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরও আপিলের বিধান রাখা হবে। উল্লেখ্য, সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসবে।