রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

পদ্মাসেতু দুর্নীতি : রফিকুল ও তপনের সাক্ষ্য নিচ্ছে দুদক

ঢাকা: ৩রা জানুয়ারী : নিউজডেস্ক :  পদ্মাসেতু দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষী করার বিষয়ে পরামর্শক প্রকল্পে সরকার গঠিত প্রথম মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ও মূল্যায়ন কমিটির অপর সদস্য সওজের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ানের সাক্ষ্য নিচ্ছে দুনীতি দমন কমিশন (দুদক)।  রোববার বেলা আড়াইটায় সেগুনবাগিচার দুদক প্রধান কার্যালয়ে তাদের দুইজনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরআগে গত বৃহস্পতিবার মূল্যায়ন কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেনের সাক্ষ্য নেয় দুদকের তদন্ত টিম।
গত ২৩ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম জিজ্ঞাসাবাদের জন্য পদ্মাসেতু প্রকল্পে সরকার গঠিত প্রথম মূল্যায়ন কমিটির সঙ্গে জড়িত চারজনকে নোটিশ পাঠান৤  এই চারজনকে ইতোপূর্বে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই সময় তারা পদ্মাসেতুর দুর্নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিল।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সন্দেহের তালিকায় রেখে পদ্মাসেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার সাত আসামি হলেন- সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি লাভালিনের স্থানীয় এজেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের (ইপিএস) উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, কানাডিয়ান কোম্পানি এসএনসি লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং কেভিন ওয়ালেস। এর মধ্যে মোশাররফ হোসেন ভূঁইয়া ও কাজী ফেরদৌস সাতদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।