ঢাকা: নিউজডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকিদাতা হিসেবে অভিযুক্ত বুয়েটের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষক হাফিজুর রহমান রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলায় রানা জামিনে ছিলেন। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জহুরুল হক বুয়েটের এ প্রভাষকের রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার দুই সাক্ষী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইন্তাজ আলী ও বুয়েটের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে আদালতে সাক্ষ্য দেন।
এর আগে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এবং সহকারী পুলিশ সুপার আল বেলী আফিফা সাক্ষ্য দেন। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলাটিতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে। মঙ্গলবার আদালতে উপস্থিত না নিজের আইনজীবী শফিকুল ইসলামের মাধ্যমে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন রানা। গত বছরের ২৫ সেপ্টেম্বর রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন একই আদালত। ফেসবুকে শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গত বছরের ২৩ এপ্রিল এবি সিদ্দিকী প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, “বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন।” ওই জিডির বিষয়ে ইন্সপেক্টর বিপ্লব কিশোর শীল তদন্তের অনুমতি চেয়ে গত বছরের ২৪ এপ্রিল আদালতে আবেদন করেন। সিএমএম আদালত বিষয়টি স্পর্শকাতর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ৪৮ ঘন্টা পরপর আদালতে এ ব্যাপারে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে জিডিটি তদন্ত করে ডিবি পুলিশ। গত বছরের ১৭ জুন শাহবাগ থানার ইন্সপেক্টর বিপ্লব কিশোর শীল একটি নন-এফআইআর মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ আগস্ট আসামি হাইকোর্টে আত্মসমর্পন করে জামিন পান রানা। গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফাঅয় আদালত তাকে জামিন দেয়।