ঢাকা: রূপসী বাংলা হোটেলের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে একটি বিষ্ফোরণের শব্দে সেটি নিষ্ক্রিয় করা হয়। রাজধানীর শাহবাগের গণজাগরণ চত্বরের কাছে হোটেল রূপসীবাংলার সামনে ঘোড়ারগাড়ির ভাস্কর্যের উল্টোদিকে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে।গ্রেনেডটি নিষ্ক্রিয় করার দ্রুত উদ্যোগ নেওয়া হয়। দ্রুত সেখানে চলে আসে নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা। গ্রেনেডটি কতটা শক্তিশালী তা পরীক্ষা করে পরে প্রায় দুই ঘণ্টা পর একটি বিষ্ফোরণের শব্দের মাধ্যমে তা নিষ্ক্রিয় করা হয়। এর আগে পুরো এলাকাটি ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে এসে ডিএমপি কমিশন বেনজীর আহমেদ বলেন, এটি একটি গ্রেনেড। তবে বেশ পুরাতন। গ্রেনেডটির শক্তি যাচাই করে দেখা হচ্ছে। কে বা কারা এই গ্রেনেডটি এখানে ফেলে গেছে তা বের করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে।