রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

সংহতি জানাতে মঞ্চে দীপু মনি


ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।  তবে তিনি কোনো বক্তব্য রাখেননি।  রোববার দুপুর পৌনে ১টায় মঞ্চে এসে উপস্থিত হন তিনি। এসময় তিনি হাত নেড়ে আন্দোলনকরীদের অভিবাদন জানান দীপু মনি।   এর পর ১টা ৫৫ মিনিটের দিকে গণজাগরণ চত্বর ত্যাগ করেন তিনি।  রোববার টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে শাহবাগে।
এ আন্দোলন কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতিদিনই সৃষ্টি করছে নতুনত্ব।  ৬ষ্ঠ দিনের শুরুটাই হয়েছে ফাঁসির মঞ্চ তৈরির প্রস্তুতির মধ্য দিয়ে। শনিবার সারারাত আন্দোলনকারীরা প্রতীকী ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছেন। রোববার সকালে তা শেষ হয়েছে।  এই প্রতীকী মঞ্চকে ঘিরে উৎসুক জনতার ভিড় বাড়ছে ক্রমশই। ‘ফাঁসির মঞ্চ’ জনতার দাবি। জনতার রায়ই সবচেয়ে বড় রায়।