শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

দেশ জুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

৩রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক :  ৩রা ফেব্রুয়ারী  সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা।  প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী। চলবে বেলা ১টা পর্যন্ত। প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে।  শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী।
এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এক লাখ ১৬ হাজার ৪৬৫ জন কম।  এ বছর সারা দেশে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭৩টি। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার, দাখিল পরীক্ষায় ২ লাখ ২৫ হাজার ও ভোকেশনাল পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  পরীক্ষা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে অনুষ্ঠিত হবে।  ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইনেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯৩, যা গত বছরের চেয়ে কিছুটা বেড়েছে।

চট্টগ্রামের ১৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ৮৬ হাজার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৮৬ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও চট্টগ্রামে বেড়েছে।  শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে ৯শ’ ৫৭ টি বিদ্যালয়ের ৮৬ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৯ হাজার ৭২২ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৮০১ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৩৯, ব্যবসায় শিক্ষায় ৫১ হাজার ৫৮ এবং মানবিকে ১৯ হাজার ৪২৬ জন।  কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের ৯৬, কক্সবাজারে ১৯, রাঙ্গামাটিতে ১৪, খাগড়াছড়িতে ১৩ এবং বান্দরবানে ১০টিসহ মোট ১৫২ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।  গত বছর থেকে বোর্ডের অধীনে রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া বাকি তিন জেলায় ছয়টি পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে বলে তারা জানান। এছাড়া নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ১২ টি বিশেষ এবং ৫৫টি সাধারণ পরিদর্শন টিম গঠন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক ড.পীযূষ দত্ত।