বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

সাঈদীর রায় বৃহস্পতিবার : সারাদেশে জামায়াতের হরতালের ডাক

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় বৃহস্পতিবার দেওয়া হবে। বুধবার এ ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বেলা ১২টা ২৭ মিনিটে চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এজলাসে বসে রায়ের দিন ধার্য করেন। গত ২৯ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হওয়ার মধ্য দিয়ে এ মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই দিন যে কোনো দিন সাঈদীর মামলার রায় দেওয়ার তারিখের আদেশের জন্য অপেক্ষমাণ (সিএভি) বলে রেখে দেন ট্রাইব্যুনাল।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের পর প্রায় পৌনে ৩ বছরের কাছাকাছি সময়ে এসে তৃতীয় কোনো অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষিত হতে যাচ্ছে। তবে সাঈদীর মামলার মধ্য দিয়ে প্রথম ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায় ঘোষিত হবে। সাঈদীর মামলাটি ট্রাইব্যুনাল-১ এর ১ নম্বর মামলা। বাকি দুই মামলার রায় ঘোষিত হয়েছে গত বছরের ২২ মার্চ গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ২১ জানুয়ারি ফাঁসির আদেশ দিয়ে জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে রায় দিয়েছেন ওই ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

সারাদেশে জামায়াতের হরতালের ডাক

এদিকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঠেকাতে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত। বুধবার দুপুরে দলটির এক জরুরি বৈঠক শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। এর আগে রায় ঘোষণার তারিখ প্রকাশের পর ওই জরুরি বৈঠকে বসে জামায়াত। বৈঠক শেষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের সিদ্ধান্তের কথা জানান। উল্লেখ্য, এর আগেও জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিন হরতাল দিয়েছিলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তানিদের হয়ে ব্যাপক বর্বরতা চালানো জামায়াত।