ঢাকা : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ চত্বরে চলমান আন্দোলনের ২০তম দিন রোববার কর্মদিবস হওয়ায় চাকরিজীবী ও শিক্ষার্থীদের অনেকেই সকাল থেকে অংশ নিতে পারেনি। তবে, বিকেল থেকে মানুষের সংখ্যা বাড়ছে। চাকরিজীবী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণ বাড়ছে শাহবাগ গণজাগরণ চত্বরে।
এছাড়া, তীব্র রোদের কারণে যারা আসেননি, রোদের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে তারাও আসতে শুরু করেছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠছে হরতালের প্রতিবাদ ও আন্দোলনের ভাষা। উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ চত্বরের এ গণআন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা। কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা এ গণআন্দোলনে যোগ দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।